• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
রাঙামাটিতে পিসিসিপি’র বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত  ইয়াবা কারবারি দুই সহোদর গ্রেপ্তার, অধরা মুল হোতা! বৈসাবির রঙ্গে রঙ্গিন পাহাড়…গুইমারাতে বর্ণাঢ্য সাংগ্রাই র‌্যালিতে নিজস্ব ঐতিহ্য তুলে ধরলো মারমা সম্প্রদায় খাগড়াছড়ি বন বিভাগ বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর প্রাকৃতিক বনে অবমুক্ত করে সাংগ্রাইকে স্বাগত জানিয়ে মানিকছড়িতে মঙ্গল শোভাযাত্রা কাপ্তাইয়ে সিক্স এ সাইড প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন  গুইমারায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যুবদল নেতা রবিউলের শয্যাপাশে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মারমা নববর্ষ মাহাঃ সাংগ্রাই পোয়েঃ উদযাপন রাঙ্গুনিয়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সুর এবং ছন্দের তালে মাতোয়ারা দর্শক      রামগড়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৫০০০ টাকা জরিমানা 

আর্ন এন্ড লিভ -কতৃক পালিত হলো জাতীয় যুব দিবস ২০২৪

স্টাফ রিপোর্টার: / ১০৩ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

সারাদিন ব্যাপী নানাবিধ কর্মসূচির মধ্যদিয়ে আর্ন এন্ড লিভ পালন করে দিবসটি। জয়পুরহাট জেলা সদরের মূল সড়ক দিয়ে র‍্যালি করে সংগঠনটির জয়দেবপুর জেলা শাখার স্বেচ্ছাসেবকরা।

এরপর স্থানীয় একটি স্কুল রুমে সমবেত হয়ে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন, মোঃ রাকিবুল ইসলাম (রাতুল), অফিস প্রতিনিধি, আর্ন এন্ড লিভ। অনুষ্ঠিত কুইজে প্রথম স্থান অধিকার করে তাইয়্যিবা জান্নাত, দ্বিতীয় স্থান অধিকার করে সাফিয়া ও তৃতীয় স্থান অধিকার করেন লিমা আক্তার। বিজয়ীদের মাঝে আর্ন এন্ড লিভ -এর পক্ষ হতে পুরস্কৃত করা হয়। আর্ন এন্ড লিভ -এর পক্ষ থেকে উপস্থিত সকল শিক্ষার্থীদের দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়।

জাতীয় যুব দিবস ২০২৪ এর এবারের প্রতিপাদ্য দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে মাথায় রেখে যুবদের দক্ষ হিসেবে গড়ে তুলতে এই বিশেষ দিনে আর্ন এন্ড লিভ উদ্বোধন করে, “ABLE-আমরাও পারি” প্রকল্প।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুযায়ী, দেশে ১৫-২৯ বছর বয়সী জনসংখ্যা পৌনে পাঁচ কোটি। আর মোট বেকার প্রায় ২৫ লাখ। বেকার ও কর্মক্ষম যুব সম্প্রদায়কে দক্ষ করে তুলতে “ABLE -আমরাও পারি” প্রকল্পের অধীনে আইসিটি প্রশিক্ষণ দেবে “আর্ন এন্ড লিভ”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়। বৃক্ষ বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ রোপনের গুরুত্ব আলোচনা করে আর্ন এন্ড লিভ এর অফিস প্রতিনিধি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবি শারাবান তহুরা, মোঃ খালেকুজ্জামান পানু, সাধারণ সম্পাদক, জয়পুরহাট জেলা কমিটি, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন, রফিকুল ইসলাম বিট্টু, সংগঠক, যমুনা পাড় মুক্ত রোভার স্কাউট, গল্পকার রওশন কবীর চৌধুরী, সমাজ সেবক সাবিনা ইয়াসমিন, আর্ন এন্ড লিভ এর অফিস প্রতিনিধি মোঃ রাকিবুল ইসলাম (রাতুল), জয়পুরহাটের তুহিন, রাসেল সহ একঝাঁক নিবেদিত সমাজসেবক।

আর্ন এন্ড লিভ -এর এই কার্যক্রমে জয়পুরহাট জেলার মানুষের প্রশংসায় ভাসছেন আর্ন এন্ড লিভ এর প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি। ফরিদা ইয়াসমিন জেসি বলেন, আমি চাই বাংলাদেশের জন্য কিছু করতে। ABLE -আমরাও পারি প্রকল্প সম্পর্কে তিনি বলেন, “আর্ন এন্ড লিভ” বাংলাদের যুবকদের জন্য কিছু করতে চায়। বাংলাদেশ যুবক যাতে বেকার না থাকে। তারা যাতে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের দক্ষতা বাড়াবে। আর্ন এন্ড লিভ -এর “ABLE-আমরাও পারি” প্রকল্প সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ