মোঃ আলমগীর হোসেন , লংগদু(রাঙামাটি)।
“সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির লংগদুতে জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত হয়েছে।
২ নভেম্বর (শনিবার) সকাল সাড়ে এগারোটায় রাঙ্গামাটির লংগদুতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পাতা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ কফিল উদ্দিন মাহমুদ। পরে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মিজানুর রহমান।
লংগদু উপজেলা ট্রাক মালিক সমবায় সমিতির যুগ্ম সম্পাদক এমএ হালিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসে সহঃ পরিদর্শক নুর মোহাম্মদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ কফিল উদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা মৎস্য অফিসার মোঃ তানবীর আহমেদ, উপজেলা যু্ব উন্নয়ন অফিসার মোঃ আব্বছ উদ্দিন মিঝি ও উপজেলার একাডেমিক সুপারভাইজার মোঃ শওকত আকবর প্রমূখ উপস্থিত
এসময়ে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, লংগদু উপজেলা জামাতের আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন সমবায় সমিতির কর্মকর্তা তাপস চাকমা।