ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: জাতীয় যুব দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষে শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরী তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মহিউদ্দিন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং।
এসময় অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী, স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ , ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, সাংবাদিক কাজী মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম লাভলু, যুবক মোঃ অপু ও মোঃ ইব্রাহীম।
পরে যুবকদের ঋণের চেক বিতরণ এবং প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।
এর আগে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালি বের করা হয়।