নেত্রকোনা: সেই বৃটিশ আমল থেকেই নেত্রকোনায় ঐতিহ্যবাহী সাতপাই কালিবাড়ী মন্দিরে চলে আসছে কালি দেবীর পুজো ও দীপাবলি উৎসব।এ উৎসব উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে প্রতি বছর মন্দিরে শত শত ভক্তের আগমন ঘটে।
কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামা পূজা ও দীপাবলি উৎসব অনুষ্ঠিত হয়। মন্দিরে অসংখ্য দীপের আলোতে আলোকিত হয়ে ওঠে মন্দির ও উপস্থিত নারী, পুরুষ ও শিশুর মন। দীপের আলোতে আত্মহারা মন মেতে ওঠে আনন্দে। দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত চলে উৎসবের আমেজ ও ভক্তদের আনাগোনা।
মন্দির প্রাঙ্গণে দীপ দানের পাশাপাশি দেবী কালি মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে ভক্তরা। চারদিক এসময় ঢাকের তালে তালে আন্দোলিত হয়। উৎসব শেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
এ কালিবাড়ীর ঐতিহ্য ধরে একসময় নেত্রকোনার নাম ছিল কালিগঞ্জ বাজার।কালিপুজা ও দীপদান উৎসব উপলক্ষে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন। এবারের পুজা উদযাপন শান্তি শৃংখলা পূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে বলে জানান জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন পণ্ডিত।
জেলা শহরের কালিপুজা উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ নেওয়াজ।