• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
নববর্ষের শোভাযাত্রায় ইয়েন ইয়েনের দেশবিরোধী প্ল্যাকার্ড নেওয়ায় পিসিসিপি’র বিক্ষোভ উন্নয়নের ছোঁয়া বঞ্চিত গুইমারা: স্বাস্থ্য-শিক্ষায় অন্ধকার শার্শায় ব্যবসায়ীকে চাকুর ভয় দেখিয়ে টাকা ছিনতাই আটক ২ রামগড়ে গভীর রাতে দুই বসতবাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ রামগড়ে দুই কোচিং সেন্টারকে ভ্রাম্যমান আদালতে  জরিমানা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু লামায় রামগড়ে দেশীয় অস্ত্র এলজি ও কার্তুজ উদ্ধার রামগড়ে রংতুলি একাডেমি’র ঈদ নববর্ষ বৈসাবি পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন  লামায় বাগান দখলের অভিযোগে সাতকানিয়ার শওকত আকবর জেল হাজতে ৬ দফা দাবি আদায়ের সমর্থনে: কাপ্তাই বিএসপিআই এর সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি চবির অপহৃত ৫ শিক্ষার্থীর মুক্তি ও তরুণী ধর্ষণের বিচারের দাবি ৩ মাসেও চালু হয়নি খাগড়াছড়ির রবি টাওয়ার মানিকছড়িতে দুই টেকনিশিয়ান অপহৃত!

মাটিরাঙায় কৃষকের লাউ গাছ কেটে সাবাড়

স্টাফ রিপোর্টার: / ১১২ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

 

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক কৃষকের ৪০ শতাংশ জমির লাউ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী কৃষক মো. মহরম আলী। মঙ্গলবার (২৯ অক্টোবর) গভীর রাদে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়াডের্র ইছাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ কৃষক মো. মহরম আলী মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়াডের্র ইছাছড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় ক্ষীতগ্রস্থ ওই কৃষক মাটিরাঙ্গা থানায় অভিযোগ দিয়েছেন।

সম্প্রতি ওই এলাকায় গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সংসারে আর্থিক সচ্ছলতা আনতে অনেক স্বপ্ন নিয়ে কয়েকমাস আগে বর্গা নেয়া ৪০ শতক জমিতে বাণিজ্যিকভাবে লাউয়ের চাষ করেন কৃষক মো. মহরম আলী। অনেক পরিশ্রমের ফসল লাউ গাছগুলোতে ইতিমধ্যে লাউ ধরেছে। ইতিমধ্যে কয়েক হাটে লাউ বিক্রি করেছেন। প্রতিদিনের মতো বুধবার সকালের দিকে ক্ষেতে লাউ সংগ্রহ করতে গিয়ে দেখেন তার সৃজিত অধিকাংশ লাউ গাছের গোঁড়া থেকে কেটে ফেলা হয়েছে।

ক্ষতিগ্রস্থ কৃষক মো. মহরম আলী জানান, তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করতেই শত্রুতামুলক তার জমির লাউ গাছ কেটে ফেলা হয়েছে। এতে তার তিন লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। ভুক্তভোগী কৃষক আরও বলেন, প্রতি সপ্তাহে ৬০/৭০টি লাউ বাজারে বিক্রি করতেন তিনি। কিন্তু সবগুলো লাউ গাছের পাতা এখন মাচার ওপর নুইয়ে পড়েছে। গাছের সঙ্গে এভাবে কেউ শত্রুতা করতে পারে তা না দেখলে বিশ্বাস হবে না। তিনি এমন বর্বরোচিত ঘটনার বিচারসহ ক্ষতিপুরণ দাবী করেন।

স্থানীয় মো. আবুল কাশেম বলেন, বর্তমান দুর্মুল্যের বাজারে কৃষক মহরম আলীর লাউ বাজারে সবজির চাহিদা পুরনের পাশাপাশি স্থানীয়রা ঘরে বসেই কমদামে লাউ কিনতে পারতো। অপর চাষী চানমনি ত্রিপুরা বলেন, এমন কর্মকান্ড সমর্থনযোগ্য নয়। আমরা কৃষকরা এঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষীদের চিবচার দাবী করছি।

এমন কর্মকান্ড কাঙ্খিত নয় উল্লেখ করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক জানান, লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ