• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ পদ্মায় জেলের জালে ধরা এক চিতল বিক্রি হলো ২২ হাজার টাকা বাঙ্গালহালিয়াতে অটোরিক্সা চালক কল্যাণ এসোসিয়েশন ২০২৪ইং নির্বাচন সম্পন্ন পাহাড়ি-বাঙ্গালির মধ্যে পারস্পারিক বিশ্বাস, সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলার আহ্বান- ওয়াদুদ ভূঁইয়া রাঙামাটিতে পিসিসিপি’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন সোনাগাজীতে কৃষকদের মাঝে সার বীজ ও নগদ অর্থ  বিতরণ  গণপ্রকৌশল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষা নৈতিক ও উত্তম চরিত্র গঠনেও ভূমিকা রাখে- ইউএনও মনজুর আলম মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান

লংগদুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি কমিটি সভা

মোঃ আলমগীর হোসেন,লংগদু (রাঙ্গামাটি) / ১৩৮ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি)
রাঙামাটি জেলার লংগদু উপজেলা একটি শান্তি প্রিয় এলাকা। এখানে সকল সম্প্রদায়ের মানুষজন একসাথে বসবাস করে আসছেন বছরের পর বছর। পার্বত্য এই উপজেলা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ।

লংগদু উপজেলার সকলের মধ্যে যেই সম্প্রীতি আছে, সেটা ধরে রাখতে হবে। কোন ধরণের সহিংসতা আমরা পছন্দ করি না, করবো না। আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই। আমরা গুজবে কান না দিয়ে যারা গুজব প্রচার করে তাদের প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট সোর্পদ করতে হবে। অপরদিকে আইনশৃঙ্খলা বাহিনীকে সব সময় সর্তকতা বজায় রাখতে হবে।

রবিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ২.৩০টায় লংগদু উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতির সভায় সভাপতির বক্তব্যে এসবকথা বলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কফিল উদ্দিন ।

সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা প্রৌকশলী শামসুল আলম,থানার তদন্ত ওসি সরজীব কুমার দে, লংগদু সরকারি মডেল কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজগর আলী, মাইনীমূখ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলম,বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহমেদ, লংগদু সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিক্রম কুমার বলি, আটারকছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অজয় মিত্র চাকমসহ বিভিন্ন মসজিদের খতিব,মন্দিরের পুরোহিত ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় লংগদু উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইউনিয়ন ভিত্তিক সম্প্রীতি কমিটি করা, সকল ধর্মীয় উপাসনালয় হতে গুজবে কান না দেয়ার জন্য সচেতনতা মূলক আলোচনা রাখাসহ সকল সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করার অনুরোধ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ