স্টাফ রিপোর্টার:
পার্বত্য চট্টগ্রামে বিরাজমান বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বৈষম্য বিরোধী পার্বত্য চট্টগ্রাম ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২১ সেপ্টেম্বর সকাল ১০টায় চট্টগ্রাম আইনজীবী সমিতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের প্রধান স্বমন্বয়ক সাবেক ছাত্র নেতা তৌহিদুল ইসলামের পরিচালনায় বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক এরশাদ উল্লার সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক আহসান উল্লাহ, পার্বত্য চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, বান্দরবান জেলা আমির আব্দুস সালাম আজাদ, খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য আবু বক্কর ছিদ্দিক।
বক্তারা পার্বত্য চট্টগ্রামে বিরাজমান বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুস এর প্রতি আহ্বান জানান। এসময় পার্বত্য এলাকায় শান্তি সম্প্রিতি রক্ষা ও বিরাজমান বৈষম্য দূরীকরণের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।
এসময় অন্যান্নের মধ্যে বক্তব্য রাখেন, পার্বত্য নাগরিক কমিটির সদস্য আতিকুর রহমান, পার্বত্য আইনজীবী সমিতির সদস্য এডভোকেট ইব্রাহিম মনির, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাদেকুর রহমান। ইসলামী ছাত্র শিবিরের খাগড়াছড়ি জেলার সাবেক সভাপতি আনোয়ার হোসাইন, আবু বকর ছিদ্দিক, সাবেক ছাত্র নেতা ওমর ফারুক সুজন প্রমুখ।