• মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
দূর্গোপূজা উপলক্ষ্যে বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে সহায়তা বান্দরবানে ডেঙ্গু সচেতনতা ও বিশেষ পরিষ্কার অভিযান নবীনগরে কুখ্যাত মাদক চোরাচালান কারী গ্রেফতার – ৪ খাগড়াছড়িতে প্রতিমা-পেন্ডেল তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পী ও আয়োজক কমিটি আওয়ামী অপশক্তি ষড়যন্ত্র শুরু করেছে : মাহবুবের রহমান শামীম আলীকদম সেনা জোনের আওতাধীন আলীকদম ও লামা উপজেলার সকল পূজা মন্ডপ পরিদর্শন ও সহায়তা প্রদান খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় খাদ্যশস্য ও আর্থিক সহায়তা প্রদান  গোয়ালন্দে ভাঙন প্রতিরোধে মানববন্ধন দূর্গা পূজা, প্রবারণা পূর্ণিমা সুন্দর ভাবে অনুষ্ঠিত ও সমাপ্ত হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোল্লাহাটে সাংবাদিকদের সাথে নবাগত ইউ ও নো সাথে মতবিনিময় মানিকছড়িতে বালু উত্তোলনে অর্ধলাখ টাকা জরিমানা বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে কাপ্তাইয়ে বই বিতরণ ও কুইজ প্রতিযোগিতা

গোয়ালন্দে বৃক্ষরোপণ কর্মসূচি

সাইফুর রহমান পারভেজ,রাজবাড়ী প্রতিনিধি।। / ১২৫ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে জাগ্রত ব‍্যবসায়ী ও জনতা বাংলাদেশ গোয়ালন্দ উপজেলা কমিটির পক্ষ হতে গোয়ালন্দে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জাগ্রত ব‍্যবসায়ী ও জনতা বাংলাদেশ গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সংগঠনটি গোয়ালন্দ প্রপার হাই স্কুল, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ এবং সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ প্রাঙ্গণে ফলজ, ভেষজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে এসময় জাগ্রত ব‍্যবসায়ী ও জনতা বাংলাদেশ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি সাইফুর রহমান পারভেজের আমন্ত্রণে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাগ্রত ব‍্যবসায়ী ও জনতা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শিহাব রিফাত আলম, কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট, নাজনীন সুলতানা রুনা, পরিচালক মামুন পারভেজ, পরিচালক নাঈমুল হক রাসেল, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ‍্যক্ষ আব্দুল কাদের শেখ, গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক, মো. শাজাহান, সাংগঠনিক সম্পাদক, মো. আজিজ মুন্সী, জাগ্রত কর্মী, দ্বিজেন সাহা, সুধীর কুমার বিশ্বাস, রফিকুল ইসলাম জুনা, মো. ফরিদুল ইসলাম, গোলাম মোস্তফা সোহাগ প্রমুখসহ অন‍্যান‍্য সদস্য বৃন্দ।

জাগ্রত ব‍্যবসায়ী ও জনতা বাংলাদেশ কেন্দ্রীয় চেয়ারম্যান শিহাব রিফাত আলম বলেন, দেশের ভারসাম্য ও সবুজের সমারোহ বৃদ্ধিতে বৃক্ষরোপণ অতীব জরুরি। দেশের সকলকে বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষ কর্তন বন্ধে উদ্যোগ নিতে হবে। তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে আরও বলেন, বেশি বেশি গাছ লাগান, পরিবেশের ভারসাম্য রক্ষায় সহযোগিতা করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ