সোনাগাজী ফেনী প্রতিনিধি :-
আকিজ ভেঞ্জার লিমিটেডের অঙ্গ-প্রতিষ্ঠান আকিজ-মনোয়ারা ট্রাস্টের পক্ষ থেকে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বন্যার্তদের ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর শনিবার সকাল থেকে আহম্মদপুর ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আমিরাবাদ আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চর্ম, গাইনী, শিশু ও মেডিসিন বিভাগের রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ, স্যানিটারি ন্যাপকিন, সাবান, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণ করেন।
আকিজ-মনোয়ারা ট্রাস্টের জুনিয়র এক্সিকিউটিভ অফিসার মোঃ রাসেল ইসলাম এর সমন্বয়ে এই ক্যাম্পে কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি ও ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের ডাক্তার মোঃ নাজমুল হুসাইন, ডা: সেলিম সোসেন, ডা: নুসরাত মৌরি, ডা: জাফর ইকবাল, ডা: সাইফুল ইসলাম জীবন, ফাতেমা নুসরাত, ডা: আমিনুল ইসলাম চিকিৎসা সেবা প্রদান করেন।
দুপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ডা: ফখরুদ্দিন মানিক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মোঃ মোস্তফা, আমিরাবাদ ইউনিয়ন জামাতের আমীর খুরশীদ আলম প্রমুখ।
আহম্মদপুর ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার আহ্বায়ক গাজী মোঃ এমদাদ হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায় মেডিক্যাল ক্যাম্প বাস্তবায়নে কাজ করেন দৈনিক যুগান্তর প্রতিনিধি আবদুর রহিম, পাঠাগারের মাওলানা আবদুল হালিম, ডাঃ জাহাঙ্গীর, জয়নাল আবেদীনসহ আরো ৩০জন স্বেচ্ছাসেবী। শৃঙ্খলার দায়িত্বে ছিলেন, মোঃ ইছমাঈল হোসেন দুলাল ও নুরুল হুদা।