• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বান্দরবানে ছাত্রশিবির এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত, রুমায় সাচিংপ্রু জেরী ও জাবেদ রেজা’কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল মহালছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১ কর্মী আটক আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে মহালছড়ি ও মাইসছড়ি বিএনপির বিক্ষোভ মিছিল মহালছড়িতে সামাজিক সংস্কার আন্দোলনের ব্যানারে শীতার্তদের কম্বল বিতরণ রংপুরে ২য় বারের মতো আয়োজিত হয়ে গেলো ” কিরন পেজেন্টস এন,ইউ,এস,ডি,এফ দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫ বান্দরবানে নানান আয়োজন চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা ফের স্থলমাইন বিস্ফোরণে নাইক্ষংছড়িতে এক কিশোরের পা উড়ে গেল শেষ হলো বান্দরবান-র  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মহালছড়িতে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান উপজেলা বিএনপির লামায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় নানা আয়োজনে রাজস্থলীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত

লংগদুতে ইউপি সদস্য রূপচান,র, পদ ত্যাগের দাবিতে মানববন্ধন

মোঃ আলমগীর হোসেন,লংগদু (রাঙ্গামাটি) / ১৪১ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ আলমগীর হোসেন , লংগদু (রাঙ্গামাটি)
রাঙ্গামাটির লংগদুতে স্থানীয় এক ইউপি সদস্যের পদত্যাগ চেয়ে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

২৮ আগস্ট (বুধবার) দুপুরে লংগদু উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১নং আটারকছড়া ইউনিয়নের ইয়ারাংছড়ি ( ৬নংওয়ার্ড) ইউপি সদস্য মোঃ রুস্তম আলী রুপচাঁনের বিরুদ্ধে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন দলীয় প্রভাব দেখিয়ে নিজ এলাকায় মাদকদ্রব্যের চোরাকারবার, ব্যবসার নামে সাধারণ মানুষের কাছ থেকে অধিক মুনাফা লুটে খাওয়া, বিভিন্ন অশ্লীল কাজে জড়িত থাকাসহ নারী কেলেঙ্কারিরসহ বিভিন্ন অপকর্মের করে যাচ্ছে রুস্তম আলী রুপচাঁন।

বক্তারা আরো বলেন, রুপচান মেম্বার ক্ষমতায় আসার পর থেকেই দলীয় প্রভাব দেখিয়ে সাধারণ মানুষের সাথে খারাপ আচরণ করে আসছেন। তার বিরুদ্ধে কেউ কথা বললেই নানা রকম হুমকি-ধামকি দিতেন। এছাড়াও তিনি ব্যবসার নামে তামাকের উপর টাকা লাগিয়ে অধিক মুনাফা নিতেন, সরকারি ভিজিডি কার্ড ও টিসিবি কার্ডেও হাজার হাজার টাকা আত্মসাৎ করেন এবং টিবিসি সহ বিভিন্ন সরকারি পণ্য সাধারণ মানুষকে না দিয়ে স্থানীয় দোকানে বিক্রি করেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। তারা আরোও জানান, রুপচানের মতো অসামাজিক, চরিত্রহীন ও অবৈধ কাজে জড়িত থাকা জনপ্রতিনিধির পদত্যাগের দাবিতে তাদের এ মানববন্ধন।
মানববন্ধন কর্মসূচিতে মোঃ আবুল কাশেম খানের সভাপতিত্বে এলাকাবাসীর পক্ষে আবুল কালাম আজাদ, আব্দুর রাজ্জাক মামুন ও মোঃ ইউনুছ এবং হাফিজুল ইসলাম মনির। তার ইউপি সদস্য মোঃ রুস্তম আলী রুপচানের দ্রুত বিচার এবং পদত্যাগ চেয়ে বক্তব্য রাখেন।

এর আগে এলাকাবাসীর পক্ষ থেকে ইউপি সদস্য মোঃ রুস্তম আলী রুপচাঁনের পদত্যাগ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি লিখিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসী।

উল্লেখ্য যে রুস্তম আলী রূপচান মেম্বারের বিরুদ্ধে এর আগে টিসিবি পণ্য বিতরন ও বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার ত্রান আত্মসাতের অভিযোগ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হলেও ক্ষমতার কারনে কোন বিচার হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ