• শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত সারাদেশে চলমান ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে রাঙামাটিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত গাছ সুরক্ষা অভিযান: পেরেক অপসারণে ইয়ুথ ভলেন্টিয়ার ফাউন্ডেশন সাজেক অদ্বিতী পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র অবহিত করণ সভা অনুষ্ঠিত ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র শ্রদ্ধাঞ্জলি বান্দরবানে ‘আরুং আনৈই’ ম্রো ছাত্রাবাসে পিসিসিপি’র শিক্ষা সহায়তা বিতরণ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন মহালছড়ি থানা পুলিশের মোংলায় ১৭ বছর পর শহিদ বেদিতে পৃথক পৃথক পুষ্পস্তবক অর্পণ বিএনপির বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ বিনির্মাণে সর্বক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে – সাবেক এমপি হামিদুর রহমান আযাদ গোয়ালন্দে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কক্সবাজার ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি অ্যান্ড ম্যাটস-এ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন

মহেশখালীতে নৌ-বাহিনীর আভিযানে বর্তমান ইউপি চেয়ারম্যান বাচ্চু অস্ত্র’সহ আটক

হ্যাপী করিম (মহেশখালী) প্রতিনিধি। / ২৫৪ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

 

হ্যাপী করিম (মহেশখালী) প্রতিনিধি।
মহেশখালী উপজেলার ধলঘাট এলাকায় নৌ-বাহিনীর আভিযানে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু আটক।

মঙ্গলবার (২৭ শে আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ধলঘাটা ইউনিয়নের মুহুরিঘোনা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় বাচ্চুর কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এলাকায় আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান বাচ্চুকে গ্রেপ্তারের কথা ছড়িয়ে পড়লে তাঁর সমর্থিত স্থানীয় লোকজন নৌবাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এমন পরিস্থিতিতে নৌবাহিনী আত্মরক্ষার্থে নৌবাহিনী গুলি ছুড়লে কয়েকজন আহত হয়।

মহেশখালী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা নৌবাহিনী কর্মকর্তা লেঃ কমান্ডার বায়েজিদ হোসেন এর সার্বিক তত্ত্বাবধায়নে সকালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বাচ্চু বাড়ি থেকে উদ্ধার করা হয় উচ্চ ক্ষমতাসম্পন্ন এয়ারগান, দেশীয় অস্ত্র। উল্লেখ্য, আটক আহসান উল্লাহ বাচ্চু’কে মহেশখালী পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আটক বাচ্চুর বিরুদ্ধে হত্যা থেকে শুরু করে সন্ত্রাস, চাঁদাবাজী, চিংড়িঘের জবর দখল সবকিছু চলতো তার নিয়ন্ত্রণে। এই আহসান উল্লাহ বাচ্চু ধলঘাটা মহুরিঘোনা রাহামত উল্লাহ হত্যা মামলার আসামি, মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পে ২৩ কোটি টাকা দুর্নীতি মামলার আসামি এছাড়াও রয়েছে খুন, হামলা, জবরদখলসহ একাধিক মামলা।

তার আপন ভাই ধলঘাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ ও চাচাতো ভাই ধলঘাটা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাবুল৷ এরা ক্ষমতার প্রভাব দেখিয়ে গত ১৬ বছর ধরে মহেশখালী ও ধলঘাটার সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে বলে জানান এলাকাবাসী।

মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে এবং অস্ত্র’সহ আসামিকে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ