হ্যাপী করিম (মহেশখালী) প্রতিনিধি।
মহেশখালী উপজেলায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরণ করেন উপজেলা প্রশাসন।
রবিবার (২৫ শে আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে বড় মহেশখালী ইউনিয়ন ফকিরাকাটা ও বড় ডেইল এলাকার প্লাবিত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে চাউল, ডাল ও তেল’সহ শুঁকনো খাবার বিতরণ করেছে..উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা ও সহকারী কমিশনার (ভূমি) তাজবীর হোসেন। এসময় বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের মেম্বার নুরুল ইসলাম’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা বলেন, বৃষ্টির পানিতে নিম্নাঞ্চল প্লাবিত ঘরবন্দী এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় ইউপির দায়িত্বশীল ও ইউপি সদস্যদের নিয়ে সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।
বেড়িবাঁধের সুইজ গেট বন্ধে প্লাবিত হয়ে চিংড়ি ঘের ও কাঁচাঘর ভেঙে যায় ও অনেক বাড়ীঘর পানিবন্দি রয়েছে বলে জানান এলাকাবাসী।