• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের দিনব্যাপী ডমিনেন্স পেট্রোলিং কাপ্তাই বন্যহাতির আক্রমণে নিহত ১, আহত ১ অটোরিকশা ভাংচুর দীঘিনালায় দুই বসতবাড়িতে ভয়াবহ চুরি লামায় ইটভাটা অভিযান রুখতে কাপনের কাপড় পরে শ্রমিকের রাস্তা অবরোধ লামায় বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা পাহাড়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষার স্কুল শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা মানিকছড়িতে শিক্ষার মানোন্নয়নে মুক্ত আলোচনা অনুষ্টিত দীঘিনালায় মেধাবৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা: শিক্ষাঙ্গনে আনন্দঘন আয়োজন রাইখালী ইউনিয়নে জামায়াতে ইসলামী’র উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান সাজেক ভূয়াছড়িতে সেনাবাহিনীর ক্রীড়া উদ্যোগে জমজমাট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত গুইমারার সিন্দুকছড়ি জোন উদ্যাগে মানবতা ও সমাজ কল্যাণে সহায়তা প্রদান ধানের শীষ প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পথসভা সফল করতে গুইমারায় বিশাল স্বাগত মিছিল

অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণ করেছে যামিনীপাড়া ২৩ বিজিবি

এম লোকমান: / ৩২৩ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

 

এম লোকমান:

চলমান অতি বৃষ্টির কারণে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) আওতাধীন কিছু পরিবারের ঘরবাড়িতে পানি ওঠায় খাদ্য সংকটের প্রেক্ষিতে ২২ আগস্ট ২০২৪ তারিখ ব্যাটালিয়নের পক্ষ হতে বড়পাড়া এলাকায় ১৫টি পাহাড়ি পরিবারের মাঝে ৭৫ কেজি (প্রতি পরিবার ০৫ কেজি) চাউল প্রদান, ডাকবাংলা এলাকায় ২৩টি পরিবার এবং মংজয় কারবারীপাড়া এলাকায় ২২টি পরিবারসহ মোট ৬০টি পরিবারের মাঝে শুকনা খাবার (৭৫ কেজি চাউল, ৩৫ কেজি চিড়া, ৫৮ কেজি মুড়ি) বিতরণ করা হয়। এছাড়াও ব্যাটালিয়নের অধীনস্থ কদমতলী বিওপির আওতাধীন চাকমাপাড়া ও মাস্টারপাড়া এলাকার ৭০টি পরিবারের মাঝে (৩৫ কেজি চিড়া, ৩৫ কেজি মুড়ি) এবং তাইন্দং বিওপির দায়িত্বপূর্ণ তাইন্দং এলাকার ১০টি পরিবারের মাঝে (১০ কেজি চিড়া, ১০ কেজি মুড়ি এবং ০৫ কেজি চিনি) শুকনা খাবার বিতরণ করা হয়। উল্লেখ্য, গত ২১ আগস্ট ২০২৪ তারিখেও তবলছড়ি বিওপি কর্তৃক ১২টি পরিবারের মাঝে শুকনা খাবার (৩৬ কেজি চিড়া, ২৪ কেজি মুড়ি এবং ২৪ কেজি চিনি) বিতরণ করা হয়। সর্বমোট সুবিধা ভোগীর সংখ্যা আনুমানিক ৪৬০ জন (পাহাড়ি-২৪০ এবং বাঙালি-২২০ জন)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ