এম মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)।
খাগড়াছড়ির দীঘিনালায় চলমান বন্যা পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে দীঘিনালা সেনা জোন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার কবাখালী ইউপির ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র ও পাশাপাশ সহ দুই শতাধিক মানুষের মাঝে এ চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়।
এছাড়াও দুপুরে সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. ওমর ফারুক (পিএসসি) নের্তৃত্বে সেনা জোন কর্তৃক সাড়ে তিনশ বন্যার্ত পরিবারের মাঝে ত্রান সামগ্রী পৌঁছে দেয়া হয়, এবং তিনশত বিশটি পাহাড়ি ও বাঙালি পরিবারকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়।