• শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ধানের শীষ প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পথসভা সফল করতে গুইমারায় বিশাল স্বাগত মিছিল কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে বন মামলার আসামী সোহেল পাটোয়ারী( ভাঙা সোহেল) গ্রেফতার পাহাড়ি বাঙালির সম্প্রীতির বন্ধনে বসবাস করতে চাই-ওয়াদুদ ভূঁইয়া রাজস্থলীতে সম্ভাব্য নাশকতা ঠেকাতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত কাপ্তাই ওয়াগ্গাছড়া টি বাগানে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত  বেলকুচিতে উৎসবমুখর পরিবেশে উপজেলা বিতর্ক উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এলাকায় ধানের শীষ মার্কায় ভোট চেয়ে জননেতা ওয়াদুদ ভূইয়া’র পথসভা গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ   দীঘিনালায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউনে প্রভাবহীন, স্বাভাবিক জনজীবন লামায় নিষিদ্ধ আওয়ামীলীগের মশাল মিছিল, গ্রেফতার ১ রাজবাড়ীর গোয়ালন্দে যৌথ বাহিনীর অভিযান

মাটিরাঙ্গায় বন্যা দুর্গতদের মাঝে বিএনপির খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার: / ৩১৪ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

খাগাড়ছড়ি : কয়েকদিনের টানা বৃষ্টি আর ভারী বর্ষন এবং পাহাড় ধ্বসে নি:স্ব হয়ে পড়েছে সাধারন মানুষ। ভেঙ্গে পড়েছে মাথা গোজার ঠাই। নেই রান্নার সুযোগ। মাটিরাঙ্গা পৌরসভার দুর্গত মানুষের কষ্টের যেন শেষ নেই। এমন পরিস্থিতিতে মাটিরাঙ্গার দুর্গত মানুষের পাশে দাড়িয়েছে মাটিরাঙ্গা পৌর বিএনপি।

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় খাগাড়ছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়ার পক্ষ থেকে দুর্গত পরিবারের মাঝে রান্না করা খাবার (খিচুড়ী) বিতরণ করেছে মাটিরাঙ্গা পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।

বৃহস্পতিবার  (২২আগস্ট) বিকেলের দিকে মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্থ পাঁচ শতাধিক পরিবারের মাঝে রান্না করা খাবার (খিচুড়ি) বিতরণ করে মাটিরাঙ্গা পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজলের নেতৃত্বে রান্না করা খাবার (খিচুড়ি) বিতরণ কালে মাটিরাঙ্গা পৌর বিএনপির জৈষ্ঠ্য সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, যুগ্ম-সম্পাদক আশিষ দত্ত, সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ সাদ্দাম হোসেন, মো. শাহ আলম, অর্থ সম্পাদক স্বপন কান্তি পাল, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহবায়ক মো. গিয়াসুদ্দিন, যুবদলের নেতা আরিফ হোসেন ও পৌর ছাত্রদলের নেতা শাহিন ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

খাবার বিতরণকালে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বিনা ভোটের জনপ্রতিনিধিরাও পালিয়ে গেছেন। ওয়াদুদ ভুঁইয়ার নির্দেশে সারা জেলায় বিএনপি নেতাকর্মীরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় মাটিরাঙ্গা পৌর বিএনপির নেতাকর্মীরা দুর্গত মানুষের ঘরে খাবার পৌঁছে দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ