ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। ভারী বর্ষণে
খাগড়াছড়ি আলুটিলার সাপমারা এলাকায় পাহাড় ধসে খাগড়াছড়ি – ঢাকা ও চট্টগ্রামের সাথে যান চলাচল বন্ধ আছে। এতে আটকা পরে শতাধিক যানবাহন। শনিবার সকালে খাগড়াছড়ির আলুটিলা সড়কের সাপমারা এলাকায় এই ঘটনা ঘটে।
খাগড়াছড়ির মাটিরাঙ্গার ফায়ার স্টেশন কর্মকর্তা দীপক কান্তি বড়ুয়া জানান, সকাল ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্হলে গিয়ে গাছ ডালপালা, রাস্তা থেকে মাটি সরিয়ে ছোট যান চলাচলের ব্যবস্থা করা হয়। পরে খাগড়াছড়ি সড়ক জনপদ বিভাগকে খবর দেওয়া হয়। পাহাড়ের বড় একটি অংশ ধসে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে খাগড়াছড়ি জেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের খাগড়াছড়ি ও মাটিরাঙা ইউনিটের সদস্যরা এসে মাটি সরানোর কাজ শুরু করেছে। তবে এটা সরাতে সময় লাগবে। তিনি আরো বলেন,’সকাল থেকে মাটি সরানোর কাজ করেছে ফায়ার সার্ভিস। তবে আমাদের জনবল কম থাকায় কাজ শেষ হতে সময় লাগবে।
খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন,” আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনা স্থলে চলে আসি। এবং মাটি সরানোর কাজে লেগে পরি। বড় পাহাড় ধস হয়েছে। সাথে বৈদ্যুতিক খুঁটিও হেলে রাস্তায় পড়েছে। সেজন্য আমাদের একটু সময় লাগতেছে। সড়কের উপর প্রচুর মাটি চলে এসেছে। মাটি সরানোর কাজে ফায়ার সার্ভিসের সাথে আমরাও যোগ দিয়েছি। এটি যান চলাচলের উপযোগী করতে বেশ সময় লাগবে।