• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
১ যুগ পর মহালছড়ি গণতান্তিক উপায়ে বাজার ব্যবসায়ী কমিটি গঠন ওলামা বাজার মাদ্রাসার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মাদ্রাসা কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কাপ্তাই সেনা জোনের প্রীতি ভোজ  পরিষদ ভবণ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানিকছড়িতে সচেতন নাগরিক ফোরামের মানববন্ধন মাটিরাঙ্গায় প্রা‌ন্তিক কৃষক‌দে‌র মাঝে বিনামূ‌ল্যে সার ও বীজ বিতরণ চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে ২ দিনব্যাপী  দক্ষতা উন্নয়নের উপর কর্মশালা শুরু রাঙ্গামাটিতে ঘুষ-তদবির ছাড়া মেধার ভিত্তিতে ১৭ জন পেলেন পুলিশের চাকরি দাগনভূঞা সরকারি হাসপাতালে আস্থা ফিরেছে রোগীদের – ক্রমান্বয়ে বাড়ছে রোগী, কনসালটেন্ট ও জনবল সংকটে চরমে ইসলামি ফাউন্ডেশন উদ্যোগে মহিলাদের মধ্যে সেলাই মেশিন ও ভাতা প্রদান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিদর্শনের এ.এস.এম এমদাদুল কবীর মাগুরায় সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের জমি দখলের পায়তারা, আতংকে শাপলা হকের পরিবার খাগড়াছড়িতে জেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত 

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ / ১৩৫ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

 

আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলা পৌর বিএনপি উদ্যোগে মুকুন্দগাতী বাজার জামে মসজিদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মদিন আজ। গত কয়েক বছরের মতো এবারও খালেদা জিয়ার জন্মদিন দোয়া মাহফিলের মধ্য দিয়েই পালন করবে দলটি। জন্মদিনের এ লগ্নে বিএনপি প্রধান অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার ( ১৫ আগষ্ট ) সকাল ১১ টার সময় বেলকুচি উপজেলা মুকুন্দগাতী বাজার জামে মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

গত ৬ আগস্ট মুক্তি পান খালেদা জিয়া। তাই এবারের জন্মদিনে খালেদা জিয়ার কারামুক্তিকে ‘বড় উপহার’ হিসেবে দেখছেন বিএনপির নেতাকর্মীরা। অবশ্য তারা বলছেন, খালেদা জিয়া শারীরিকভাবে দারুণ অসুস্থ। তাকে সুস্থ করাই এখন তাদের প্রধান লক্ষ্য। বেগম জিয়ার মুক্তির স্বাদ তারা তখনই পরিপূর্ণভাবে পাবেন, যখন বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবেন।

জানা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এবার খালেদা জিয়ার জন্মদিন পালন করতে যাচ্ছে বিএনপি। তবে জন্মদিন পালনে কেক কাটাসহ আড়ম্বরপূর্ণ কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। বিগত কয়েক বছরের মতো এবারও শুধুমাত্র দোয়া মাহফিলের মধ্য দিয়ে জন্মদিন পালিত হবে। বিএনপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, জন্মদিনের পরদিন ১৬ আগস্ট শুক্রবার খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগ বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম আরো উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ বনি আমিন বেলকুচি পৌর বিএনপি আহ্বায়ক হাজী আলতাব হোসেন উপজেলা বিএনপির সদস্য গোলাম আযম উপজেলা বিএনপির সদস্য কেরামত তালুকদার সহ অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ