আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলা পৌর বিএনপি উদ্যোগে মুকুন্দগাতী বাজার জামে মসজিদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মদিন আজ। গত কয়েক বছরের মতো এবারও খালেদা জিয়ার জন্মদিন দোয়া মাহফিলের মধ্য দিয়েই পালন করবে দলটি। জন্মদিনের এ লগ্নে বিএনপি প্রধান অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার ( ১৫ আগষ্ট ) সকাল ১১ টার সময় বেলকুচি উপজেলা মুকুন্দগাতী বাজার জামে মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
গত ৬ আগস্ট মুক্তি পান খালেদা জিয়া। তাই এবারের জন্মদিনে খালেদা জিয়ার কারামুক্তিকে ‘বড় উপহার’ হিসেবে দেখছেন বিএনপির নেতাকর্মীরা। অবশ্য তারা বলছেন, খালেদা জিয়া শারীরিকভাবে দারুণ অসুস্থ। তাকে সুস্থ করাই এখন তাদের প্রধান লক্ষ্য। বেগম জিয়ার মুক্তির স্বাদ তারা তখনই পরিপূর্ণভাবে পাবেন, যখন বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবেন।
জানা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এবার খালেদা জিয়ার জন্মদিন পালন করতে যাচ্ছে বিএনপি। তবে জন্মদিন পালনে কেক কাটাসহ আড়ম্বরপূর্ণ কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। বিগত কয়েক বছরের মতো এবারও শুধুমাত্র দোয়া মাহফিলের মধ্য দিয়ে জন্মদিন পালিত হবে। বিএনপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, জন্মদিনের পরদিন ১৬ আগস্ট শুক্রবার খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগ বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম আরো উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ বনি আমিন বেলকুচি পৌর বিএনপি আহ্বায়ক হাজী আলতাব হোসেন উপজেলা বিএনপির সদস্য গোলাম আযম উপজেলা বিএনপির সদস্য কেরামত তালুকদার সহ অনেকেই।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত