• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
রাণী দয়াময়ী স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ খালেদা জিয়াকে চিকিৎসা নিতে দেয়া হয়নি, এখন হাসিনার চিকিৎসা করবে কে? – সাবেক এমপি হাবিব বিএনপির আগামীর রাজনীতি হবে বাংলাদেশের মানুষ ও তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে- আমীর খসরু বানভাসিদের জন্য রাজারবাগ দরবার শরীফের মেডিকেল ক্যাম্পেইন খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত কাচালং নদীতে গোসল করতে নেমে এক কিশোরী নিখোজ নবীনগরে উস্তাদ আলাউদ্দিন খাঁ,র ৫২ তম মৃত্যু বার্ষিকী পালন মানিকছড়িতে মারমা কল্যাণ সমিতির মতবিনিময় ও আলোচনা সভা মানিকছড়িতে মারমা ঐক্য পরিষদের মতবিনিময় সভা জেলার ত্রাণ তহবিলে নানিয়ারচর বিএনপির অর্থ জমা লংগদুতে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে সেনা জোন

নৌবাহিনীর নিরাপত্তায় মহেশখালী থানা স্বাভাবিক কর্মস্থলে ফিরছে পুলিশ

হ্যাপী করিম (মহেশখালী) প্রতিনিধি। / ৮১ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

হ্যাপী করিম (মহেশখালী) প্রতিনিধি।
বাংলাদেশের নৌবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে মহেশখালী থানার কার্যক্রম শুরু করেছে থানা পুলিশ।

রবিবার (১২ আগস্ট) দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত মহেশখালী থানার স্বাভাবিক কার্যক্রম চালুর সহযোগিতা করেন বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সৈয়দ আহমেদ সাকিব সকাল থেকেই কর্মস্থলে নিরাপত্তাসহ পুলিশ সদস্যদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেন।

মহেশখালী থানায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী। তিনি বলেন, নৌবাহিনীর সহযোগিতায় তারা স্বাভাবিক কার্যক্রম শুরু করেছেন। বর্তমানে পুলিশের কর্মকর্তা যোগদান করেছে। বাকিরাও চলে আসতেছে বলে জানান তিনি।

নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সৈয়দ আহমেদ সাকিব জানায়, চলমান পরিস্থিতির কারণে মহেশখালীর জনপদে শৃঙ্খলা ফিরিয়ে জনমনে আস্থা বৃদ্ধির লক্ষ্যে নিরাপত্তা জোরদারে মোবাইল ও স্ট্যাটিক টহল পরিচালনাসহ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পুলিশ তার স্বাভাবিক কাজকর্মে ফিরে আসুক।এলাকায় সকল কাজকর্মে এবং স্বাভাবিকতায় ফিরিয়ে আনতে সর্বত্র সহায়তা করবে। আমরা নিশ্চিত করেছি সকলের সাথে কথা বলে এবং তারা আশস্ত হয়েছে। ইনশাআল্লাহ খুব তারাতারি আমরা পুলিশকে তাদের স্বাভাবিক কাজকর্মে দেখবো। এছাড়া জননিরাপত্তা হানিকর কর্মকান্ড প্রতিরোধে সহায়তার জন্য নৌবাহিনীর সমন্বয়ে পুলিশ জরুরী মোবাইল সেবা চালু করেছে।

উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানায় ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগ করা হলে পুলিশ সদস্যরা নিরাপত্তাহীনতায় মহেশখালী থানা পুলিশ কর্মবিরতিতে যায়।

বৃহস্পতিবার রাতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। সারাদেশের ন্যায় মহেশখালী থানায় স্বাভাবিক কার্যক্রম শুরুর উদ্যোগে নৌবাহিনী সহযোগিতা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ