• রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বোনের বিক্রিত গাছ কাটতে বাঁধা দেয়ায় ভাই আহত, জড়িত সন্দেহে আটক ২ সনাতন ধর্মালম্বীদের পাশে থাকবে রাজবাড়ী জেলা বিএনপি গুইমারায় উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ইমামদের ৪৫দিন ব্যাপী প্রশিক্ষণে ইউনিসেফের এইচপিভি ভ্যাকসিনেশন কার্যক্রমের ২ দিনের কর্মশালা উদ্বোধন রাজস্থলী প্রেস ক্লাবের  দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি আজগর আলী খান  সম্পাদক আইয়ুব চৌধুরী রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত ভারতে নবীজির শানে কটূক্তিকারীকর গ্রেফতারের দাবিতে মুহাম্মদপুর এলাকাবাসীর বিক্ষোভ মিছিল বিশ্ব শিক্ষক দিবসে লংগদুতে আলোচনা সভা পাহাড় নিয়ে ষড়যন্ত্র বন্ধ করতে ও শিক্ষক হত্যার প্রতিবাদে মানববন্ধন পিসিসিপি’র শিক্ষার মূল চালিকা শক্তি হলো শিক্ষক… ইউএনও মনজুর আলম গোয়ালন্দে দুই ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা

রাজনৈতিক ত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়কে রক্ষা করতে হবে..লে. কর্ণেল কামরুল হাসান

স্টাফ রিপোর্টার: / ১০১ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

আপনাদের রাজনৈতিক ত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়ের মাধ্যমে সম্ভাবনাময়ী নতুন বাংলাদেশ তৈরির পরিবেশ সৃষ্টি হয়েছে মন্তব্য করে মাটিরাঙ্গা জোন কমান্ডার মোঃ কামরুল হাসান পিএসসি বলেছেন, ৫ আগষ্টের পুর্ব পর্যন্ত রাজনৈতিক নেতাকর্মীরা যে ধরনের কর্মকান্ডের কারনে প্রত্যাখ্যাত হয়েছে আমি প্রত্যাশা করি আপনারা অনুরুপ কার্যক্রম থেকে বিরত থাকবেন । ত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়কেতন রক্ষা করবেন। সকলকে নিয়মের মধ্যে থাকার আহবান জানিয়ে বর্তমান সরকারের চলমান কার্যক্রমকে সহায়তা কামননা করেন তিনি।

রোববার (১১ আগষ্ট ) মাটিরাঙ্গা জোনের সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে বিশেষ আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নেতৃবৃন্দের পক্ষ্য থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বাত্তক সহায়তা করাসহ ন্যায়ভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সহায়তার আশ্বাস দেন ।

বিশেষ আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খান, সাধারণ সম্পাদক মো. বদিউল আলম বদি, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ ইব্রাহীম পাটোয়ারী, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক মো. জয়নাল আবেদিন সরকার, পৌর যুবদলের আহবাযক গিয়াস উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান সজল,
জামায়াতে ইসলামী বাংলাদেশ মাটিরাঙ্গা উপজেলা শাখা আমির মো. সামছুল হক, হেফাজত ইসলামের দায়িত্বশীল মাও. আখতারুজ্জামান ফারুকী ও ইসলামী আন্দোলনের সাধারন সম্পাদক মো. জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভা শেষে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার মো. কামরুল হাসান।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভুইয়া, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, গুইমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, গোমতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তফাজ্জল হোসেন, বড়নাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইলিয়াস, বেলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রহমত উল্যাহ, আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল গনি, তবলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ, মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলরদের মধ্যে মো. আলমগীর হোসেন, মো. মিজানুর রহমান খোকন, মো. তফিকুল ইসলাম ও মো. আলাউদ্দিন লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভায় ক্যাপ্টেন আহাদুজ্জামান শুভ, গণমাধ্যমকর্মী, সামরিক ও বে-সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ