আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ৩০ জুলাই-৫ আগস্ট পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪। কর্মসূচীর দ্বিতীয় দিন বুধবার সকালে খাগড়াছড়ির মানিকছড়িতে অনুষ্ঠিত হয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণ।
৩১জুলাই সকালে উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা বের করা হয়। এর পর পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকারের উপস্থাপনায় বক্তব্য রাখেন,কৃষি কর্মকর্তা জহির রায়হান, মহিলা ভাইস চেয়ারম্যান নুর জাহান আফরিন লাকি, মৎস্যজীবি মো. শাহ আলম, মো. জুলফিকার আলী ভূট্টো প্রমূখ। পরে উপজেলা পরিষদ মসজিদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।