• শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
মিলনপুর বন বিহারে পবিত্র শুভ আষাঢ়ী পূর্ণিমা পালিত তিন পার্বত্যঞ্চলে বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরোনা পরিবর্তে অস্থায়ী চেয়ারম্যানে নিয়োগ পেলেন শেফালিকা ত্রিপুরা খাগড়াছড়িতে নিয়োগবিধি সংশোধন সহ ৬ দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থাসন কর্মসূচি  সেনাবাহিনী কর্তৃক মানব কল্যাণে মানবিক সহায়তা প্রদান পার্বত্য উপদেষ্টার অপসারনসহ চার দফা দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন গোয়ালন্দে পবিত্র আশুরায় হাজারো মানুষের অংশগ্রহণে শোক মিছিল রামগড়ে চোলাইমদ সহ পলাতক আসামী গ্রেফতার মহেশখালীতে উদোক্তা হিসেবে সম্মাননা পেলেন মানবিক ফয়সাল আমিন পদ্মার জেলেরা ভরা মৌসুমেও পাচ্ছে না  ইলিশ  ফিরছেন খালি হাতে মানিকছড়ি ডিসিপার্ক পরিদর্শনে বিভাগীয় কমিশনার গুইমারা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যেগে পথসভা অনুষ্ঠিত

ইউএনও বিভীষণ কান্তি দাশ‘কে বিদায় সংবর্ধনা দিলো মাটিরাঙ্গা পৌরসভা

অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি:  / ৮১১ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি:
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ‘কে বদলি জনিত কারণে বিদায়ী সংবর্ধনা দিলো মাটিরাঙ্গা পৌরসভা কর্তৃপক্ষ । বৃহস্পতিবার রাতে পৌর সম্মেলন কক্ষে আয়োজিত এই বিদায়ী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী।
পৌর প্যানেল মেয়র আলা উদ্দিন লিটন এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌরসভা মেয়র মোঃ শামছুল হক। তিনি বিদায়ী ইউএনও বিভীষণ কান্তি দাশ‘কে একজন মানবিক গুনাবলী সম্পন্ন মানুষ মন্তব্য করে বলেন, মাটিরাঙ্গার কর্মস্থলে তিনি যেভাবে উপজেলার একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গিয়ে মানুষের জন্য কাজ করেছেন। একই ভাবে মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রেখে আশা রাখি তিনি নতুন কর্মস্থলেও অনুরুপ যোগ্যতায় আলো ছড়াবেন।

এ সময় মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগন, পৌর কর্মকর্তা ও কর্মচারী এসোসিয়েশনের সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা সভায় বিদায়ী ইউএনও বিভীষণ কান্তি দাশ বলেন, আমি চেষ্টা করেছি আপনাদের বিভিন্ন সরকারি কাজে সর্বাক্তক সহযোগিতা করতে। করোনা কালে আমি সব সময় আপনাদের সাথে বোঝাপড়া করে কাজ করেছি। চেষ্টা করেছি মাটিরাঙ্গা পৌরসভাকে সরকারি যে কোন সুবিধা পর্যাপ্ত পরিমাণে পাইয়ে দিতে। পৌরসভাও সাধ্যের সবটুকুন দিয়ে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করতে সচেষ্ট থেকেছেন সরসময়। সে কারণে সকলের কাছে আমি কৃতজ্ঞ।

এ সময় তিনি নিজের ও পরিবারের সদস্যদের জন্য দোয়া চেয়ে পৌরসভার দেয়া উপহার ও ক্রেষ্ট সামগ্রী গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ