আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির মানিকছড়িতে উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১১জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভাপতি সৈয়দা সাদিয়া নূরীয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার(নিয়ন্ত্রণ) আইন ও বিধিমালা সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন।
প্রশিক্ষণে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও টাস্কফোর্স কমিটির সদস্য মেডিকেল কর্মকর্তা ডা. মো. মাজাহারুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মো. রাশেদ, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আতিউল ইসলাম, উপজেলা স্যানিটারী ইনস্পেক্টর পুলক চক্রবর্তী, ইসলামি ফাউন্ডেশন মাঠ কর্মকর্তা মাওলানা মো. ইউছুপ বাহার, মিডিয়া ব্যক্তিত্ব আবদুল মান্নানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।