• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
নববর্ষের শোভাযাত্রায় ইয়েন ইয়েনের দেশবিরোধী প্ল্যাকার্ড নেওয়ায় পিসিসিপি’র বিক্ষোভ উন্নয়নের ছোঁয়া বঞ্চিত গুইমারা: স্বাস্থ্য-শিক্ষায় অন্ধকার শার্শায় ব্যবসায়ীকে চাকুর ভয় দেখিয়ে টাকা ছিনতাই আটক ২ রামগড়ে গভীর রাতে দুই বসতবাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ রামগড়ে দুই কোচিং সেন্টারকে ভ্রাম্যমান আদালতে  জরিমানা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু লামায় রামগড়ে দেশীয় অস্ত্র এলজি ও কার্তুজ উদ্ধার রামগড়ে রংতুলি একাডেমি’র ঈদ নববর্ষ বৈসাবি পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন  লামায় বাগান দখলের অভিযোগে সাতকানিয়ার শওকত আকবর জেল হাজতে ৬ দফা দাবি আদায়ের সমর্থনে: কাপ্তাই বিএসপিআই এর সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি চবির অপহৃত ৫ শিক্ষার্থীর মুক্তি ও তরুণী ধর্ষণের বিচারের দাবি ৩ মাসেও চালু হয়নি খাগড়াছড়ির রবি টাওয়ার মানিকছড়িতে দুই টেকনিশিয়ান অপহৃত!

পলাশপুর জোন সদরে পাহাড়ী ও বাঙ্গালী দুঃস্থ জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী, ঢেউটিন, আর্থিক অনুদান সহ মানবিক সহায়তা প্রদান

আরিফুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধি: / ১৫৯ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১ জুলাই, ২০২৪

 

মো: আরিফুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধি:

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় পলাশপুর জোন (৪০ বিজিবি) কর্তৃক স্থানীয় পাহাড়ী ও বাঙ্গালী দুঃস্থ জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী, ঢেউটিন, আর্থিক অনুদান, শিক্ষা সহায়তা এবং হিল ফ্লাওয়ার বর্ডার গার্ড স্কুলের শ্রেণীকক্ষের জন্য সিলিং ফ্যান, হোয়াইট বোর্ড ও ফ্লাগ পোল প্রদান করা হয়েছে।

রবিবার (৩০ জুন) সকালে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর জোন কমান্ডার ও অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মুনতাসির মামুন, বিজিওএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স কর্তৃক জোন সদরে স্থানীয় ৫৬টি গরীব ও দুঃস্থ বাঙ্গালী এবং পাহাড়ী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, ২৯ বান ঢেউটিন, নগদ ৩৮,০০০/- টাকা আর্থিক অনুদান ও শিক্ষা সহায়তা প্রদান করা হয়। এছাড়াও হিল ফ্লাওয়ার বর্ডার গার্ড স্কুলের শ্রেণীকক্ষের জন্য ০৩টি সিলিং ফ্যান, ০২টি হোয়াইট বোর্ড ও ফ্লাগ পোলসহ সর্বমোট ২,৯৬,২০০/- (দুই লক্ষ ছিয়ানব্বই হাজার দুইশত) টাকার অনুদান প্রদান করা হয়।

এ সময় পলাশপুর জোন এর ভারপ্রাপ্ত অপস্ অফিসার ও মেডিক্যাল অফিসার, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, সুবেদার মেজর, সহ বিভিন্ন পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় পলাশপুর জোন অধিনায়ক, লেঃ কর্ণেল মোহাম্মদ মুনতাসির মামুন, বিজিওএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙ্গালীদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু- সম্পর্ক বিদ্যমান রয়েছে। যা সত্যিই প্রশংসার দাবিদার। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। মানুষের একমাত্র সঠিক আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসাবে ভবিষতেও বিজিবির মানবিক কর্মকাণ্ডের এধারা অব্যহত থাকবে বলেও জানান তিনি।

মানবিক সহায়তা প্রদান কর্মসূচী শেষে স্থানীয় জনসাধরণ আবেগে আপ্লুত হয়ে বিজিবির উত্তরোত্তর মঙ্গল কামনা করেন।পলাশপুর জোন ৪০ বিজিবি কর্তৃক এরকম মানবেতর কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ