এম মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দীঘিনালা উপজেলার ২শতাধিক গরীব দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ত্রানসামগ্রী বিতরণ করেছে দীঘিনালা সেনা জোন। ত্রান সামগ্রীর মধ্যে ছিলো, চাল, ডাল, চিনি, আটা, তেল, লবন, চা পাতা ইত্যাদি।
১৬ জুন (রবিবার) বিকেলে খাগড়াছড়ি সেনা রিজিয়নের তত্বাবধানে দীঘিনালা সেনা জোনের আয়োজনে ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপকার ভোগীদের হাতে এ ত্রানসামগ্রী তুলে দেন, দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. ওমর ফারুক (পিএসসি)। এছাড়াও উপস্থিত ছিলেন, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মেহেদী হাসান (পিএসসি), জোন এডজুটেন্ট ক্যাপ্টেন এম. এ. মোমেন শিহাব প্রমূখ।
উপকার ভোগীরা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ত্রানসামগ্রী পেয়ে খুশি হোন এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।