এম মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)।
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোন নিজ দায়িত্বপূর্ণ এলাকায় আর্তমানবতার সেবায় বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ১৫ জুন (শনিবার) সকাল থেকে জোনের দায়িত্বপূর্ণ এলাকায় প্রায় দুই শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও দুর্গম অঞ্চলগুলোতেও সেনাবাহিনীর নিজস্ব উদ্যোগে এ উপহার পৌছে দেয়া হয়েছে।
এ সময় জোন অধিনায়ক লে. কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইয়া (পিএসসি) বলেন, ঈদের আনন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে ছড়িয়ে দেয়াই আমাদের মূল লক্ষ্য।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলো, চিনি গুড়া চাল, সেমাই, চিনি, সয়াবিন তেল, কনডেন্স মিল্ক, মসলা, পেঁয়াজ ইত্যাদি।