মোঃ সালাউদ্দিন:- খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি সেনাজোনের পক্ষ থেকে ঈদ উপহার ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) সকালে সিন্দুকছড়ি সেনাজোনের দায়িত্বপূর্ণ এলাকার শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সহায়তার অংশ হিসেবে ঢেউটিন, কীটনাশক স্প্রে মেশিন, পানির ফিল্টার, শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী, জার্সি ও দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এছাড়াও ২০টি অসহয় পরিবারকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি। এ সময় সিন্দুকছড়ি জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মোঃ আশিকুর রহমানসহ অন্যান্য পদস্থ অফিসারগণ উপস্থিত ছিলেন।
শান্তি, শৃঙ্খলা বজায় রাখাতে সকলের সহযোগীতা কামনা করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা বলেন, সিন্দুকছড়ি সেনাজোনের দায়িত্বপূর্ণ এলাকার সকল সম্প্রদায়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে ঈদ উপহার ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। অতিতের ন্যায় ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।