খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারকালে ২৮০ বস্তা গমজব্দ করেছ মাটিরাঙ্গা থানা পুলিশ। এসময় গম পাচার কাজে ব্যবহৃত ট্রাক (চট্টমেট্টো-ট-১১-৩৬৪) জব্দ করেছে পুলিশ। একই সাথে ট্রাকের চালক আব্দুল জলিল (৩৬)প্রকাশ জলিল ড্রাইভারকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) রাত সাড়ে ১২টার দিকে বেলছড়ির আমবাগান এলাকা থেকে ট্রাক বোঝাই এসব গম জব্দ করা হয়।
আটক ট্রাক চালক আব্দুল জলিল (৩৬)প্রকাশ জলিল ড্রাইভার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের নিউ অযোধ্যা এলাকার আব্দুল মজিদের ছেলে।
জানা যায়, কালো বাজারে বিক্রির উদ্দ্যেশ্যে তাইন্দং থেকে গম বোঝাই ট্রাক চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম পাটওয়ারী ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুল আরেফিন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে উপজেলার আমবাগান এলাকা থেকে গম ভর্তি ট্রাকসহ চালককে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃঞ্চ ধর বলেন, ট্রাকসহ গম জব্দের ঘটনায় থানায় মামলা হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণে বিধি মোতাবেক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃত গরমের বাজার মুল্য সাত লাখ টাকা বলে জানান তিনি।