মাটিরাঙ্গা উপজেলার গুনগত শিক্ষার মানোন্নয়ন ও প্রসারে যে ককোন ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে আশ্বাস দিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মহোদয় জনাব আবুল কাশেম ভূঁইয়া। এসময় মাটিরাঙ্গার প্রতিষ্ঠানগুলোকে সুন্দর ও নিয়মমাফিক পরিচালনার আহবান জানান তিনি।
মঙ্গলবার (১১জুন) বেলা ১১ টার দিকে মাটিরাঙ্গা উপজেলা বেসরকারি প্রতিষ্ঠান প্রধান শিক্ষক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সাক্ষাত করতে গেলে তিনি এসব কথা বলেন।
এসময় মাটিরাঙ্গা উপজেলা বেসরকারি প্রতিষ্ঠান প্রধান শিক্ষক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মহোদয় জনাব আবুল কাশেম ভূঁইয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
একই সময়ে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. আলী হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আমেনা বেগমকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানান
মাটিরাঙ্গা উপজেলা বেসরকারি প্রতিষ্ঠান প্রধান শিক্ষক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এসময় মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্লাহ, তবলছড়ি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, তবলছড়ি কদমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হক, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, তাইন্দং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম ও আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।