• মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
শেষ হলো বান্দরবান-র  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মহালছড়িতে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান উপজেলা বিএনপির লামায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় নানা আয়োজনে রাজস্থলীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত খাগড়াছড়িতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মতবিনিময় অনুষ্ঠিত খেলাধুলা একটি জাতির উন্নতির অন্যতম মাধ্যম- বলেন -লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান আওয়ামী সরকারের রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে মশাল মিছিল রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দিরের উন্নয়নের জন্য ৮০ হাজার টাকা অনুদান  দিলেন  সবুজ মারমা দীঘিনালা জোনের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ রুমায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত,২ আহত- ৪ বান্দরবানে ৭ শ্রমিককে অপহরণ করল সশস্ত্র সন্ত্রাসীরা

মাটিরাঙ্গায় আরও ৬৫ পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের পাকা ঘর

স্টাফ রিপোর্টার / ১৮০ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১০ জুন, ২০২৪

 

মুজিববর্ষে ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন ও ভূমিহীন থাকবে না’ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশে অসহায় গৃহহীন-ভুমিহীন ও ছিন্নমুল পরিবারকে জমিসহ গৃহ নির্মানসহ কার্যক্রম চলমান রয়েছে। তারই অংশ হিসেবে মাটিরাঙ্গায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ের ২য় ধাপে আরও ৬৫ পরিবার পাবেন জমি সহ প্রধানমন্ত্রীর উপহারের ঘর। ১১ জুন (সোমবার)ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আনুষ্ঠানিকভাবে গৃহ ও ভূমির দলিল হস্তান্তর করা হবে।

রোববার (১০ জুন) মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী তাঁর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি বলেন, সোমবার ১১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উদ্বোধনের পর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৬৫ পরিবারের মাঝে ঘরের চাবি ও ভূমির দলিল হস্তান্তর করা হবে। এরমধ্যে মাটিরাঙ্গা পৌরসভা এলাকায় ১৩টি, তাইন্দং ইউনিয়নে ৩টি, তবলছড়ি ইউনিয়নে ৩টি, বড়নাল ইউনিয়নে ১১টি, আমতলী ইউনিয়নে ৫টি, বেলছড়ি ইউনিয়নে ১২টি, গোমতি ইউনিয়নে ১৩টি ও মাটিরাঙ্গা সদর ইউনিয়নে ৫টি ঘর নির্মাণ করা হয়েছে।

লিখিত বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, অসহায় গৃহহীন-ভুমিহীন ও ছিন্নমুল মানুষকে পুনর্বাসিত করে জাতীয় অর্থনীতির মুলধারায় স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছেন। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী অসহায় গৃহহীন-ভুমিহীন ও ছিন্নমুল মানুষের নিরাপদ বাসস্থান নিশ্চিত করার মাধ্যমে তাদের মুখে হাসি ফুটিয়েছেন।

অপর এক প্রশ্নের জবাবে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী পরিবারদের জন্য রয়েছে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ ও নিরাপদ সুপেয় পানির ব্যবস্থাসহ বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে।

প্রেস ব্রিফিং কালে মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান ও মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মুজিববর্ষে ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন ও ভূমিহীন থাকবে না’ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এ পর্যন্ত একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ৬৫৪ জন অসহায়, গৃহহীন- ভূমিহীন ও ছিন্নমুল পরিবার প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ পাকা ঘর পেয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ