• মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
রংপুরে ২য় বারের মতো আয়োজিত হয়ে গেলো ” কিরন পেজেন্টস এন,ইউ,এস,ডি,এফ দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫ বান্দরবানে নানান আয়োজন চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা ফের স্থলমাইন বিস্ফোরণে নাইক্ষংছড়িতে এক কিশোরের পা উড়ে গেল শেষ হলো বান্দরবান-র  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মহালছড়িতে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান উপজেলা বিএনপির লামায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় নানা আয়োজনে রাজস্থলীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত খাগড়াছড়িতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মতবিনিময় অনুষ্ঠিত খেলাধুলা একটি জাতির উন্নতির অন্যতম মাধ্যম- বলেন -লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান আওয়ামী সরকারের রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে মশাল মিছিল রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দিরের উন্নয়নের জন্য ৮০ হাজার টাকা অনুদান  দিলেন  সবুজ মারমা দীঘিনালা জোনের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

জনসচেতনতার মাধ্যমে জালনোটের প্রচলন প্রতিরোধ গড়ে তোলতে হবে বললেন – পুলিশ সুপার মুক্তা ধর

মোঃ সালাউদ্দিন, বিশেষ প্রতিনিধ: / ১৬২ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

 

মোঃ সালাউদ্দিন:-খাগড়াছড়িতে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (৬ জুন) খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ কর্মশালায় জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।

উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন যে,কোরবানী ঈদকে সামনে রেখে একটি চক্র জাল টাকার নোটের লেনদেনের চেষ্টা চালায়।

এ সময় জাল নোট চক্রকারীরা বেপরোয়া হয়ে উঠে। জাল নোট না চেনার কারণে অনেকেই বিপদে পড়ে। সবাইকে এ ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে পশুর হাটে জাল নোট শনাক্তকারী মেশিনের মাধ্যমে লেনদেনের পরামর্শ প্রদান করেন।

জাল নোট লেনদেনে কাওকে সন্দেহ হলে পুলিশকে অথবা ৯৯৯ নাম্বারে ফোন কলের মাধ্যমে জানানোর আহবান জানান পুলিশ সুপার।

এসময় পুলিশ সুপার আরও বলেন যে, জালনোট ব্যবসার সাথে যারা জড়িত রয়েছে তারা হচ্ছে রাষ্ট্র ও জনগণের শত্রু।

এই চক্রটি বিভিন্ন উৎসবের সময় দেশের সব জায়গায় অধিক মুনাফার জন্য জনসাধারণকে প্রতারিত করতে জালনোট হাট-বাজার সহ সবখানে ছড়িয়ে দেয়।

বিশেষ করে খাগড়াছড়ি জেলা সীমান্তবর্তী একটি জনপদ হওয়ার কারনে পার্শ্ববর্তী দেশ থেকে চোরাকারবারীদের মাধ্যমে জালনোট আসার প্রবণতা রয়েছে।

জাল টাকা কারবারিদের রুখতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন সময় অভিযান চালাচ্ছে।

বিভিন্ন সময় জাল টাকা কারবারিদের গ্রেফতার ও বিপুল পরিমাণে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জাম জব্দ করা হচ্ছে।

জনসচেতনতার মাধ্যমে জালনোটের প্রচলন প্রতিরোধ গড়ে তোলতে হবে, পাশাপাশি জালনোট চিহ্নিত ও আশেপাশে সবাইকে বেশি করে সচেতন হওয়ার আহবান ব্যক্ত করেন পুলিশ সুপার মুক্তা ধর।

উক্ত কর্মশালায় সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ সাইফুর রহমান সহ কর্মশালায় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাসহ জনপ্রতিনিধি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ