আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
২০২৩-২০২৪ অর্থবছরে কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ৬০জন প্রান্তিক কৃষকে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
৫ জুন বুধবার সকাল ১০টায় কৃষি অফিস মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা (অ.দা.) ওঙ্কার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণে বক্তব্য রাখেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইউনুছ নূর, উপসহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার নাথ প্রমূখ।
কফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে উপজেলার ৬০ জন কৃষক প্রশিক্ষণে কফি ও কাজুবাদাম চাষ বিষয়ে প্রাথমিক জ্ঞান লাভ করেন।