• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল বেলকুচি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের মাধ্যমে নিজকে গড়ে তুলে স্মার্ট বাংলাদেশ গঠনে ভুমিকা রাথতে হবে -বাবুল দাস কাপ্তাই জাতীয় উদ্যানে লজ্জাবতী বানর অবমুক্ত কাপ্তাই বিএসপিআই শিক্ষার্থীদের ওপর ফের হামলা, ৪ জন আহত এম কে বাঘাবাড়ী ঘি কোম্পানির উৎপাদনকারী মো: কামাল উদ্দিনের ১ বছরের কারাদণ্ড কোটা সংস্কারের দাবিতে  কাপ্তাই বিএসপিআই এ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল দিনেদুপুরে কৃষকের বাড়িতে হামলা লুটপাট রাঙামাটি সদর জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান আলীকদম সেনা জোন কর্তৃক মানবিক সহায়তা প্রদান পানছড়ি মাদ্রাসায় অব্যবস্থাপনা ও অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন খাগড়াছড়িতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোয়ালন্দ তিনদিন ব্যাপি কোন্দল কৃষি মেলার উদ্বোধন

সাইফুর রহমান পারভেজ, রাজবাড়ী প্রতিনিধি: / ২১৯ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ

সোমবার (৪ জুন) বেলা এগারোটায় গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে রাজবাড়ী এক আসনের সাংসদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের
সদ্য নির্বাচিত চেয়ারম্যান মোস্তফা মুন্সি, ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান,
উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল,
রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শামিম মৃধা প্রমূখ।

এর আগে স্বাগত বক্তব্য প্রদান করেন-গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. উজ্জামান। ↑

এবারের কৃষি মেলায় অংশগ্রহণ করেন উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি উন্নয়ন প্রকল্পের ১০টি স্টল। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন-কৃষিতে বাংলাদেশ এখন বিশ্বের একটি সফল রাষ্ট। কৃষিতে সরকারের অভুতপূর্ব সফলতার কারণ হলো কৃষকদের মাঝে স্বল্পমুল্যে কৃষি উপকরণ সঠিক সময়ে পৌছে দেওয়া এবং সমবন্টন করা। তাই কৃষিতে দ্রুত এগিয়ে যাচ্ছে দেশ। এ-সময় তিনি সবার উদ্দেশ্যে বলেন, নিজেদের আঙ্গিনায় একটি বা দুটি কের হলেও সবজীর গাছ লাগান, কৃষিতে এই উন্নয়ন অব্যহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানান।

আলোচনা শেষে প্রধান অতিথি ৩ দিন ব্যাপি এ কৃষি মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পরে উপজেলার কৃষি মেলার উন্নয়ন প্রকল্পের বিভিন্ন স্টল প্রদর্শন করেন।

মেলায় স্থান পায়, ভার্মি কম্পোস্ট সারের স্টল, বিভিন্ন প্রজাতির ফল, সব্জি, ট্রেতে বীজ উৎপাদনের জন্য প্রদর্শনী স্টল, ডিজিটাল কৃষি ও কৃষক পরামর্শ কেন্দ্র স্টল, মিশ্রণ ফলজ বাগান, আদর্শ কৃষকের বাড়ি, নিরাপদ ফলজ চাষ, কৃষি পণ্য প্রদশর্ন- শাকসবজি, কৃষি পণ্য প্রদশর্ন ফল, বিভিন্ন প্রশ্নব কন্দাল ফলজ প্রদশর্ন, উন্নত ব্যাবস্থাপনার মাধ্যমে ফলজ প্রদশর্ন দেখে সন্তোষ প্রকার করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অতিথিবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ