আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
সারাদেশে আজ শনিবার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এক ডোজ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এরই অংশ হিসেবে সকালে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিক ভাবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
১জুন শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমেন চাকমার উপস্থিতি ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া। এর পর পরই একযোগে উপজেলার ৯৮টি কেন্দ্রে ৬মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমেন চাকমা জানান, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে আজ দুইটি স্থায়ী কেন্দ্রসহ মোট ৯৮টি কেন্দ্রে ১৫ হাজার ৮শ শিশুকে এক ডোজ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।