• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০২:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
নববর্ষের শোভাযাত্রায় ইয়েন ইয়েনের দেশবিরোধী প্ল্যাকার্ড নেওয়ায় পিসিসিপি’র বিক্ষোভ উন্নয়নের ছোঁয়া বঞ্চিত গুইমারা: স্বাস্থ্য-শিক্ষায় অন্ধকার শার্শায় ব্যবসায়ীকে চাকুর ভয় দেখিয়ে টাকা ছিনতাই আটক ২ রামগড়ে গভীর রাতে দুই বসতবাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ রামগড়ে দুই কোচিং সেন্টারকে ভ্রাম্যমান আদালতে  জরিমানা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু লামায় রামগড়ে দেশীয় অস্ত্র এলজি ও কার্তুজ উদ্ধার রামগড়ে রংতুলি একাডেমি’র ঈদ নববর্ষ বৈসাবি পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন  লামায় বাগান দখলের অভিযোগে সাতকানিয়ার শওকত আকবর জেল হাজতে ৬ দফা দাবি আদায়ের সমর্থনে: কাপ্তাই বিএসপিআই এর সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি চবির অপহৃত ৫ শিক্ষার্থীর মুক্তি ও তরুণী ধর্ষণের বিচারের দাবি ৩ মাসেও চালু হয়নি খাগড়াছড়ির রবি টাওয়ার মানিকছড়িতে দুই টেকনিশিয়ান অপহৃত!

সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয় : শ্রেণী কক্ষ সংকটে ওরা ক্লাস করে বিদ্যালয়ের ছাঁদে 

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: / ২১৫ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ৩১ মে, ২০২৪

 

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: ৩০ মে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায়। রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়ে তখন চলছে পুরোদমে বিভিন্ন শ্রেণীর ক্লাস। তবে শ্রেণী কক্ষ সংকটে এসময় ৭ম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্কুলের ছাঁদে ক্লাস করতে দেখা যায়, যদিও দ্বিতীয় তলায় নির্মানাধীন ভবনের ছাঁদ ঢালাইয়ের কাজ শেষ হলেও আশেপাশে কোন দেওয়াল না থাকায় অনেকটা খোলা পরিবেশে তাঁরা ক্লাস করছেন। আবার বৃষ্টি আসলে সেই ক্লাস বন্ধ হয়ে যায়। কারন দেওয়াল না থাকায় বৃষ্টির পানি উপচে এসে পড়ে ক্লাস রুমে।
এসময় কথা হয় ৭ম শ্রেণীর শিক্ষার্থী প্রনয় তনচংগ্যা, বিনয়সেন তনচংগ্যা এবং ৮ম শ্রেণীর শিক্ষার্থী সুশীল ত্রিপুরা ও প্রজ্ঞা তনচংগ্যার  সাথে। তাঁরা বলেন, আমাদের ক্লাস করতে খুব কষ্ট হচ্ছে। বৃষ্টি পড়লে বৃষ্টি পানি এসে পড়ে বই খাতা সব ভিজে যায়, তাছাড়া তীব্র তাপদাহে অনেক সময় ক্লাস করতে পারি না।

এসময় ৭ম শ্রেণীর শ্রেণী শিক্ষক  উথিই মং মারমা বলেন, শ্রেণী কক্ষ সংকটে আমরা ৭ম ও ৮ম শ্রেণীর ক্লাস দ্বিতীয় তলায় নিচ্ছি। এখনো দ্বিতীয় তলায় ভবন নির্মাণের কাজ শেষ হয় নাই।

সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ তনচংগ্যা বলেন, আমাদের বিদ্যালয়ে ৬ষ্ট হতে ১০ম শ্রেণী পর্যন্ত সর্বমোট ১শত ৯৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। নীচে ৫ টি শ্রেণী কক্ষ থাকলেও রুমের অভাবে গ্রুপ সাবজেক্ট গুলো নিতে পারি না। তাই ভাগ ভাগ করে টিচাররা ক্লাস করে নে। রাঙামাটি  জেলা পরিষদ এর উদ্যোগে  শিক্ষা প্রকৌশল অধিদপ্তর হতে ৪ তলা ভবন নির্মাণের কাজ শুরু হলেও, দ্বিতীয় তলায় ছাঁদ ঢালাই করে কাজ বন্ধ হয়ে যায়। ফলে শ্রেণী কক্ষ সংকট থাকায় আমরা দ্বিতীয় তলায় দেওয়ালবিহীন কক্ষে শিক্ষার্থীদেরকে পাঠদান করাচ্ছি। সেটাও বৃষ্টি আসলে বন্ধ হয়ে যায়। অতি দ্রুত ভবনটি নির্মাণ হলে আমাদের কক্ষ সংকট দূর হবে।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা বলেন, জেলা পরিষদ এর অধীনে স্কুলে ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। আপাতত দ্বিতীয় তলায় ছাঁদ ঢালাই কাজ শেষ হয়েছে। বাজেট সংকটে এখন কাজ বন্ধ রয়েছে।

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান বলেন,  বর্তমানে যেই ভবন নির্মাণ কাজ চলমান আছে, সেটা দ্রুত শেষ হলে শ্রেণী কক্ষ সংকট নিরসণ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ