আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
১জুন শনিবার সারাদেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এরই আলোকে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় একযোগে ৯৮ টি কেন্দ্রে ৬মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়েছে।
৩০ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমেন চাকমা জানান, বছরে দু’বার শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো উপলক্ষে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। আগামী ১জুন শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক, বিভিন্ন পাড়া কেন্দ্র, স্কুল, মাদরাসাসহ মোট ৯৮টি টিকা কেন্দ্রে একযোগে ৬মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১৬ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, স্বাস্থ্য সহকারী ও স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবেন। একজন শিশুও যাতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে সেক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া, সহকারী কমিশনার (ভূমি) শাহীনা নাছরিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, মো. আবদুর রহিম, মো. আবুল কালাম আজাদ, মো. আবদুল মতিনসহ শিক্ষক, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।