খাগড়াছড়ি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অংশগ্রহণে উপজেলা পরিষদের প্রথম সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে।
৩০ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভুইয়া। সভায় উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগীয় প্রধানের পাশাপাশি উপস্থিত ছিলেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. আলী হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান আমেনা বেগম।
সভার শুরুতেই মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডেজী চক্রবর্তী নব-নির্বাচিত চেয়ারম্যান মো. আবুল কাশেম ভুইয়া ও ভাইস চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
এ সময় সহকারী কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান, মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিল্টন ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা
যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিন ও মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক উপস্থিত ছিলেন।
এরপরপরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা জানান। এসময় বেলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রহমত উল্যাহ, মাটিরাঙা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, তাইন্দং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. পেয়ার আহম্মেদ মজুমদার ও আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল গনি উপস্থিত ছিলেন।
পরে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডেজী চক্রবর্তী বিভিন্ন বিভাগীয় প্রধান ও ইউপি চেয়ারম্যানদের সাথে নিয়ে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আবুল কাশেম ভুইয়াকে তার দপ্তরে বসিয়ে দেন।
এরপর বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আবুল কাশেম ভুইয়াকে তার দপ্তরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।