• মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রংপুরে ২য় বারের মতো আয়োজিত হয়ে গেলো ” কিরন পেজেন্টস এন,ইউ,এস,ডি,এফ দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫ বান্দরবানে নানান আয়োজন চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা ফের স্থলমাইন বিস্ফোরণে নাইক্ষংছড়িতে এক কিশোরের পা উড়ে গেল শেষ হলো বান্দরবান-র  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মহালছড়িতে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান উপজেলা বিএনপির লামায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় নানা আয়োজনে রাজস্থলীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত খাগড়াছড়িতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মতবিনিময় অনুষ্ঠিত খেলাধুলা একটি জাতির উন্নতির অন্যতম মাধ্যম- বলেন -লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান আওয়ামী সরকারের রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে মশাল মিছিল রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দিরের উন্নয়নের জন্য ৮০ হাজার টাকা অনুদান  দিলেন  সবুজ মারমা দীঘিনালা জোনের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

গুইমারায় ঘূর্ণিঝড় রেমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর লক্ষ্যে উপজেলা প্রশাসনের সতর্ক বার্তা জারি

মোঃ সালাউদ্দিন, বিশেষ প্রতিনিধি / ১৬৫ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২৭ মে, ২০২৪

 

মোঃ সালাউদ্দিন:- বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের কারনে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে, সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর লক্ষ্যে গুইমারা উপজেলায় পাহাড়ের পাদদেশে থাকা ঝুঁকিপূর্ণ বসবাসকারী লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়াসহ অতিবর্ষন জনিত দুর্যোগ সতর্কতা অবলম্বনের জন্য সকল ইউনিয়নে জরুরি মাইকিং করা।

দুর্যোগ ব্যবস্থাপনায় (কমিটি গঠন ও কার্যাবলী) বিধিমালা ২০১৫ এর ৩৬ এর আওতায় ইউনিয়ন কমিটি কর্তৃক প্রস্তুতকৃত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পুর্নাঙ্গ তালিকা এবং অবস্থান মানচিত্র সমন্বিত করা। জরুরি মুহুর্তে কোনো একটি নির্দিষ্ট এলাকার মানুষকোন নিরাপদ কেন্দ্রে বা আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করবে তার তালিকা প্রকাশ করা । একইসাথে কেন্দ্র গুলোর সেবামূলক ও নির্দিষ্ট নিরাপত্তা মুলক কাজের জরুরি দায়িত্ব বন্টন করা। তারী লক্ষ্যে রবিবার (২৬ মে) বিকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে এক জরুরি সভার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, গুইমারা থানার এসআই (নিঃ) জহিরুল ইসলাম,সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, গুইমারা গভমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ বাবলু হোসেন, বন বিভাগের জালিয়াপাড়া রেঞ্জ কর্মকর্তা মোঃ মোহসিন, হাফছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য মোঃ সানাউল্লাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

উক্ত সভায় উপজেলার তিনটি ইউনিয়নে তিনটি আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়। তারমধ্যে গুইমারা গভমেন্ট হাই স্কুল, জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়, আশ্রয় কেন্দ্র গুলো তত্বাবধানের দায়িত্ব পালন করবেন স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যান গন। তদারকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ আমানউল্লাহ খাঁন উপজেলা সমবায় অফিসার, রুহুল আমিন কুদ্দুস উপ-সহকারি প্রকৌশলী (এলজিইডি) , মোঃ মজিবুর রহমান উপ-সহকারি কৃষি অফিসার।

পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারী লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া এবং অতিবর্ষন জনিত দুর্যোগ সতর্কতা অবলম্বনের জন্য মাইকিং করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সাথে আশ্রয় কেন্দ্রর তত্বাবধায়ক ও তদারকি কর্মকর্তা গণকে দুর্যোগকালীন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেন (ইউএনও) রাজীব চৌধুরী। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনায় ফায়ার সার্ভিস, মেডিকেল টিম গঠন সহ একটি তথ্য কেন্দ্র খোলা হয়েছে।

দুর্যোগ কালীন দুর্যোগ ব্যবস্থাপনায় গুইমারা থানায় দুইটি টিম গঠন করা হয়েছে, এসআই, এ এসআই সহ দশ জন করে দুই দলে মোট বিশ জন পুলিশ সদস্য রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ