ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: সাশ্রয়ী মূল্যে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসাবে রবিবার (২৬ মে) রাঙামাটির কাপ্তাই উপজেলায় ১৬ শত ৭৭ জনকে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। তৎমধ্যে রাইখালী ইউনিয়নে ১হাজার ২৭জন এবং চিৎমরম ইউনিয়নে ৬ শত ৫০ জন টিসিবির কার্ডধারীর হাতে টিসিবির পণ্য বিক্রি করা হয় বলে জানান কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন। তিনি আরোও জানান, সর্বমোট ৪শত ৭০ টাকায় প্রতিজন কার্ডধারীকে ২ লিটার সয়াবিন তেল, ৫ কেজি চাল এবং ২ কেজি ডাল বিক্রি করা হয়।
এদিকে এদিন সকালে রাইখালী বাজারে ইউনিয়ন এর দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা বিআরডিবি কর্মকর্তা আব্দুল্লা আল বাকের এবং ইউপি সদস্য ও ডিলার মো: মুসা তালুকদার এর উপস্থিতিতে কার্ডধারীদের হাতে টিসিবির পণ্য তুলে দেওয়া হয়।
অপরদিকে একইদিন চিৎমরম ইউনিয়ন এর বিহার ঘাট এলাকায় ইউপি চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী এবং ডিলার বির্দশন বড়ুয়া টিসিবির কার্ডধারীদের হাতে টিসিবির পণ্য তুলে দেন।