• মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
পাহাড়ের সকল জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করবে রাঙ্গামাটি জেলা পরিষদ -হাবিব আজম লিভার ডেমেজ ! নতুন সংযোজনে ব্যয় ৩০ লাখ টাকা! সন্তানকে বাঁচতে মা-বাবার আর্তনাদ খাগড়াছড়ি জেলা জামায়াতের নব-নির্বাচিত আমিরের শপথ অনুষ্ঠান সম্পন্ন কেন লামায় বেড়াতে যাবেন.? এমএন লারমার ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খাগড়াছড়িতে প্রভাতফেরীতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত  খাগড়াছড়ি জেলা ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি  রামগড়ে বিজিবির উদ্যোগে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনু্ষ্ঠিত  আলীকদমে যৌথ অভিযানে ৩৪০০ পিস ইয়াবা উদ্ধার সোনাগাজীতে সাংবাদিকের ওপর হামলা : প্রধান আসামি গ্রেপ্তার গোয়ালন্দে চরমপন্থী নেতা হত্যামামলায় দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ছাত্র ছাত্রীরা বন্ধ করে দিলো কলেজের পার্শ্বরাস্তা জীবনে পরিশ্রম না করলে সফলতা অর্জন করা যায় না -অংসুই প্রু মারমা

রাত পোহালে কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানে হলো নির্বাচনী সরঞ্জাম 

ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধি: / ১২৯ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২০ মে, ২০২৪

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাত পোহালে  মঙ্গলবার ( ২১ মে) দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে  কাপ্তাই উপজেলা পরিষদের  নির্বাচন। এতে  উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন,   ভাইস চেয়ারম্যান পদে ৩ জন  এবং  মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্ধিতা করছেন। কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, উপজেলার ৫ টি ইউনিয়নে  ২৪ টি ভোট কেন্দ্রে ১ শত ৩৬ টি বুথে সর্বমোট  ৪৯ হাজার ৫ শত ২৮ জন ভোটার ভোট প্রদান করবেন।  তৎমধ্যে পুরুষ ভোটার ২৬ হাজার ২৮ জন এবং মহিলা ভোটার ২৩ হাজার ৫ শত জন। তিনি আরোও বলেন, মোট ৪ শত ৫০ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিস এবং সহকারী পোলিং অফিসার নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

এদিকে সোমবার(২০ মে) সকাল সাড়ে ১০ টা হতে কাপ্তাই উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার হতে ভোটগ্রহন কর্মকর্তারা নির্বাচনি সরঞ্জামাদী নিয়ে পুলিশ ও আনসার সদস্যদের পাহাড়ায় কেন্দ্রে কেন্দ্রে রওনা করেছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা মো মহিউদ্দিন বলেন, উপজেলা সদর হতে নিকটবর্তী হওয়ায়  ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর ৪ টি কেন্দ্র এবং ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনের দিন ভোরে নির্বাচনী সরঞ্জামাদী পাঠানো হবে।

তিনি আরোও বলেন, প্রতিটি ইউনিয়ন এ একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং প্রতিটি কেন্দ্রে পুলিশ আনসার মোতায়েন এর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিজিবি টহল থাকবে।

প্রসঙ্গত: ৬ষ্ট কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, দোয়াত কলম প্রতীক নিয়ে উপজেলা যুবলীগের সভাপতি মো: নাছির উদ্দিন এবং ঘোড়া প্রতীক নিয়ে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সুব্রত বিকাশ তনচংগ্যা জটিল প্রতিদ্বন্ধিতা করছেন। অপরদিকে টিউবওয়েল প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে অংশ নিচ্ছেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খোকন, টিয়া পাখি   প্রতীক নিয়ে অংশ নিচ্ছেন   কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সুইপ্রু মারমা এবং উড়োজাহাজ প্রতীক নিয়ে  চাষী কামাল।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে  আওয়ামী যুবলীগের কাপ্তাই উপজেলার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফারহানা আহমেদ পপি এবং কলসি প্রতীক নিয়ে  রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক বিউটি হোসেন প্রতিদ্বন্ধিতা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ