• মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান নানা আয়োজনে বান্দরবানে শান্তি চুক্তির ২৭তম বর্ষপর্তি উদযাপন কাতারে গণিত প্রতিযোগিতায় লামার কোয়ান্টাম কসমো স্কুলের উছাইওয়াং-এর সাফল্য গোয়ালন্দে জেলের জালে ৫২ কেজি ওজনের বাগাড় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন-অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্য্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যের এক রূপময় ভূ-খণ্ড পার্বত্য চট্টগ্রাম–ব্রিগেডিয়ার জেনারেল মেহেদী হাসান মহালছড়ি সেনা জোন কতৃক ফ্রি চিকিৎসা সেবা,বিনামূল্যে ঔষধ ও শীত বস্ত বিতরণ কর্মসূচি সম্পন্ন পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭তম বর্ষপূর্তি উদযাপন, গণসমাবেশ ও র‍্যালী করলো পার্বত চট্টগ্রাম চুক্তির এক পক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি আর্মি ক্যাম্প কর্তৃক বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন কাপ্তাই জাতীয় উদ্যানে বার্মিজ অজগর সাপ অবমুক্ত চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভূক্ত ২ জন আসামী গ্রেফতার কাপ্তাইয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিদর্শনে অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল করিম 

লিভার ডেমেজ ! নতুন সংযোজনে ব্যয় ৩০ লাখ টাকা! সন্তানকে বাঁচতে মা-বাবার আর্তনাদ

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি  / ৬৪ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি 

বিবিএস পড়ুয়া শিক্ষার্থী চমক দে (২১) মাত্র ৬ বছর বয়সে জন্ডিসে আক্রান্ত হয়ে শুরু হয় তাঁর চিকিৎসা। হাসপাতাল আর চিকিৎসা ব্যয়ে যন্ত্রণাময় জীবন! বাবা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার একজন ক্ষুদ্র ব্যবসায়ী অজিত কুমার দে ও মা গৃহিণী সীমা দে। তাঁদের সংসারে দুই পুত্র ও এক কন্যার মধ্যে ‘চমক দে ‘জ্যেষ্ঠ। দীর্ঘ ১৫ বছর জন্ডিস বা লিভার সিরোসিস চিকিৎসায় দেশে-বিদেশে ব্যয় হয়েছে ৮-১০ লাখ টাকা! সর্বশেষ গেল বছর ভারতের লিভার হসপিটাল এআইজিতে পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে ‘চমক দে’র লিভার ডেমেজ! তাঁর শরীরে লিভার সংযোজন আবশ্যক! এতে ব্যয় হবে আরও ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা। চিকিৎসকের কাছ থেকে এমন আকাশ ভাঙা ধারণায় চমক দে’র পিতা-মাতা বাকরূদ্ধ! সন্তানকে বাঁচানো আর সংসারের অভাব,অনটনে অজিত কুমার দে’র পরিবারে হতাশা নেমে আসে! ছেলের জীবন বাঁচতে এই মুহূর্তে প্রয়োজন ৩০ লাখ টাকা! যা একজন ক্ষুদ্র ব্যবসায়ীর পক্ষে যোগাড় করা দুঃসাধ্য ব্যাপার! ফলে বাবা-মা’র চোখে ঘুম নেই! ফলে স্থানীয় মানবিক সংগঠন ও সুশীল সমাজের সহায়তায় সন্তানের জীবনরক্ষায় “মানবিক সাহায্যের” হাত বাড়াতে মানুষের কাছে সবিনয় আবেদন নিয়ে দারস্থ হয়েছেন বাবা অজিত কুমার দে ও মা সীমা দে!
৯ নভেম্বর শনিবার উপজেলাস্থ মুসলিমপাড়া বাসায় গিয়ে দেখা গেছে, কলেজ পড়ুয়া সন্তানের রোগমুক্তিতে মা-বাবা ঘরে পূজা দিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনায় মগ্ন। এক পর্যায়ে কথা হয় মৃত্যপথযাত্রী সন্তানের পিতা-মাতার সাথে। তাঁরা জানান, চমক দে’ জন্মের ৬ বছর বয়সে জন্ডিসে আক্রান্ত হওয়ার পর শুরু হয় প্রাথমিক চিকিৎসা। স্থানীয় চিকিৎসক থেকে শুরু করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বেশ কয়েকটি বেসরকারি মেডিকেলের লিভার বিশেষজ্ঞ চিকিৎসক নানা পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত করেন, জন্ডিস থেকে বার বার অসুস্থ হয়ে পড়ছেন। শুরু হয় চিকিৎসা। এভাবে দুঃসহ জীবনপ্রদীপ নিভু, নিভুতে কেটে যায় দীর্ঘ ১৫ বছর! কিন্তু রোগী স্থায়ীভাবে সুস্থ হচ্ছে না! যতদিন ওষুধ সেবন করা হয়, ততদিন কিছুটা সুস্থ থাকে চমক দে! গেল বছরের ৮ ডিসেম্বর উন্নত চিকিৎসায় তাকে ভারতের হায়দারাবাদস্থ এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে লিভার বিশেষজ্ঞ সার্জন (Dr. Venishetty Shantan) নিশ্চিত করেন চমক দে’র লিভারটি সম্পর্ণ ডেমেজ!(অকেজো)। তাকে বাঁচতে হলে শিগগিরই নতুন লিভার সংযোজন করতে হবে। এতে ব্যয় হবে প্রায় ৩০ লাখ টাকা ! এ খবর শোনার পর আমরা বাকরুদ্ধ! তাৎক্ষণিক এত টাকা জোগাড় করতে না পেরে হতাশা নিয়ে দেশে ফিরে আসি। ইতোমধ্যে এক বছর অতিবাহিত হওয়ায় চমক দে’ এখন আরও অসুস্থ হয়ে পড়েছে! মনে হচ্ছে এখন কেবলই মৃত্যুপথযাত্রী! অজিত কুমার দে আরও বলেন, আমি আমার সব সহায়,সম্পদ বিক্রি করে ১৫-১৬ লাখ টাকা সংগ্রহ করেছি। অবশিষ্ট টাকা ব্যবস্থা করার কোন সাধ্য নেই!
সমাজের মানবিক ও বিত্তবানরা একটু সদয় হলে মৃত্যপথযাত্রী সন্তানকে লিভার স্থাপন করে হয়তো বাঁচাতে পারতাম। চট্টগ্রামের ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজের বিবিএসে ১ম বর্ষের ছাত্র চমক দে বলেন, আমার ইচ্ছে ছিল পড়াশোনা শেষে একজন সফল উদ্যোক্তা হওয়া! আজ রোগের কাছে আমি হেরে যাচ্ছি, আমার স্বপ্ন আজ মৃতপ্রায়! আমার পিছনে মা-বাবার সব সহায়,সম্পদ তিলে তিলে শেষ! একদিন আমিও হারিয়ে যাবো, “উদ্যোক্তা হওয়ার স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে”। আমাকে বাঁচতে কেউ যদি পাশে দাঁড়াতে চান, সহযোগিতা পাঠাতে যোগাযোগ করুণ (চমক দে’ ০১৯৫৯০২১১০৭) বিকাশ,নগদ নাম্বারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ