সাইফুর রহমান পারভেজ, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ছদ্দবেশ ধারণ করে বিশেষ অভিযান পরিচালনা কালে জিআর-৪৩/২৩ এর ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ লিটন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড সাত্তার মেম্বার পাড়ার মোঃ বাদশা খানের ছেলে।
এছাড়াও ১৮৩/১৮ এর ২বছর সশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী মোছাঃ রহিমা খাতুনকে গ্রেপ্তার করে। সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মিজানুর রহমানের স্ত্রী।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস । তিনি বলেন, আসামী লিটন খানকে সোমবার গভীর রাতে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড সাত্তার মেম্বার পাড়া বিলের ভিতর থেকে এ এস আই ফারুক” ও “এ এস আই দেলোয়ার লুঙ্গি পরিধান করে সাধারণ মানুষের ছদ্দবেশ ধরে ক্লোরিং বা হামাগুড়ি দিয়ে আটক করে।
অপরদিকে মোছাঃ রহিমা খাতুনকে সোমবার গভীর রাতে অভিযান পরিচালনা কালে উপজেলা এলাকার নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে ২জন আসামিকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।