• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপির আগামীর রাজনীতি হবে বাংলাদেশের মানুষ ও তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে- আমীর খসরু বানভাসিদের জন্য রাজারবাগ দরবার শরীফের মেডিকেল ক্যাম্পেইন খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত কাচালং নদীতে গোসল করতে নেমে এক কিশোরী নিখোজ নবীনগরে উস্তাদ আলাউদ্দিন খাঁ,র ৫২ তম মৃত্যু বার্ষিকী পালন মানিকছড়িতে মারমা কল্যাণ সমিতির মতবিনিময় ও আলোচনা সভা মানিকছড়িতে মারমা ঐক্য পরিষদের মতবিনিময় সভা জেলার ত্রাণ তহবিলে নানিয়ারচর বিএনপির অর্থ জমা লংগদুতে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে সেনা জোন লংগদুতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত লংগদুতে ইউপি সদস্য রূপচান,র, পদ ত্যাগের দাবিতে মানববন্ধন

কাপ্তাই শীতা-ঘাট মন্দিরে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিম এর উদ্যোগে প্রসাদ বিতরণ

মিন্টু কান্তি নাথ রাজস্থলীঃ / ৩৫৯ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ৯ মার্চ, ২০২৪

 

মিন্টু কান্তি নাথঃ
রাঙামাটির কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী শিলছড়ি সীতারঘাট মন্দিরে ২দিনব্যাপী হিন্দু সম্প্রদায়ের প্রাচীনতম ধর্মীয় উৎসব শিবচতুর্দশী মেলা অনুষ্ঠিত হয়েছে। শিবচতুর্দশী ব্রত উপলক্ষে এই উৎসবের আয়োজন করেন সীতাঘাট মন্দির পরিচালনা কমিটি।
গত ৭ই মার্চ বৃহস্পতিবার বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে শিব পূজার মধ্য দিয়ে ২ দিনব্যাপী এই অনুষ্ঠান শুরু হলেও মূলত শুক্রবার(৮ই মার্চ ) মূল অনুষ্ঠানকে ঘিরে দূর দূরান্ত হতে পুর্নার্থীদের ঢল নেমেছে। এসময় ভক্তরা শিব মন্দিরে শিবস্নান,কর্ণফুলী নদীতে স্নানের মাধ্যমে পাপমোচন,ঐতিহাসিক শিব মন্দির ও কালি মন্দির সহ বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন এবং পুজা অর্চনার মাধ্যমে মঙ্গল কামনা করেন।
এদিন সকালে গঙ্গা আহবান, মাতৃঘট স্থাপন, বিশ্ব শান্তি গীতাযজ্ঞ এবং ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে শিবচতুর্দশী পুজা উপলক্ষে কাপ্তাই সীতাপাহড়ে অবস্থিত শ্রী শ্রী সীতা মন্দিরে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিম এর পক্ষ থেকে মন্দিরের জন্য ২০ টি বালতি ও ২০ টি চামচ প্রদান করা হয়।উক্ত ফাউন্ডেশন এর উপদেষ্টা রুবেল সিংহ জয় এর নেতৃত্বে এবং সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিম এর ভারপ্রাপ্ত টিম লিডার ঝোটন নন্দী এর তত্ত্বাবধানে শিব চতুর্দশীর দিন রাম সীতা মন্দিরে আগত শত শত ভক্তদের মাঝে প্রসাদের আয়োজন এবং স্বেচ্ছাসেবক সেবা প্রদান করা হয়।

উক্ত সেবাকার্যে অংশগ্রহণ করেন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিম এর সকল স্বেচ্ছাসেবকবৃন্দ।।
শিব চতুর্দশীর দিন সার্বিক সহযোগীতা করাই সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিমের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও উক্ত ফাউন্ডেশন এর সকলের জন্য শুভ কামনা করেন রাম সীতা ঘাট মন্দিরের পরিচালনা কমিটির ও মঠ অধ্যক্ষ জ্যোতিরময়ানন্দ মহারাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ