সাইফুর রহমান পারভেজ, রাজবাড়ী প্রতিনিধি।।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে কণা বেগম (৩৫) নামে একজন হতদরিদ্র নারীর সরকারী ৪০ দিনের কর্মসূচি প্রকল্পের মাটি কাটার ১৬ হাজার টাকা ফেরত পেল, গোয়ালন্দ ঘাট থানা পুলিশের তদন্ত ওসি উত্তম কুমার এর বিশেষ সহযোগিতায়। দীর্ঘদিন যাবত মোবাইলগত সমস্যার কারণে সরকারী হতদরিদ্র প্রকল্পের ৪০ দিনের কর্মসূচির টাকা পাচ্ছিলা না কণা বেগম (৩৫)। সে দৌলতদিয়া ইউনিয়নের তাহের কাজি পাড়া গ্রামের মৃত হারুণ সরদারের স্ত্রী। মঙ্গলবার ৬ই ফেব্রুয়ারী সন্ধায় ঐ নারীর মোবাইলগত সহ সমস্ত সমস্যা নিজ হাতে সামাধান করে গোয়ালন্দ ঘাট থানা হতে টাকা ভুক্তভোগী নারী কণার হাতে তুলেদেন তদন্ত ওসি উত্তম কুমার।
এবিষয়ে তদন্ত ওসি উত্তম কুমার এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন,দীর্ঘদিন ঐ নারী দৌলতদিয়া ইউনিয়নের ৪০ দিনের হতদরিদ্র প্রকল্প কমসূচীর টাকা পাচ্ছিলো না,বলে তার সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছিল। বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে অবগত করা হলে, আমরা ভুক্তভোগী নারীর টাকা পেতে সহযোগীতা করেছি।