• শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
ধানের শীষ প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পথসভা সফল করতে গুইমারায় বিশাল স্বাগত মিছিল কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে বন মামলার আসামী সোহেল পাটোয়ারী( ভাঙা সোহেল) গ্রেফতার পাহাড়ি বাঙালির সম্প্রীতির বন্ধনে বসবাস করতে চাই-ওয়াদুদ ভূঁইয়া রাজস্থলীতে সম্ভাব্য নাশকতা ঠেকাতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত কাপ্তাই ওয়াগ্গাছড়া টি বাগানে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত  বেলকুচিতে উৎসবমুখর পরিবেশে উপজেলা বিতর্ক উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এলাকায় ধানের শীষ মার্কায় ভোট চেয়ে জননেতা ওয়াদুদ ভূইয়া’র পথসভা গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ   দীঘিনালায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউনে প্রভাবহীন, স্বাভাবিক জনজীবন লামায় নিষিদ্ধ আওয়ামীলীগের মশাল মিছিল, গ্রেফতার ১ রাজবাড়ীর গোয়ালন্দে যৌথ বাহিনীর অভিযান

সাইবার নিরাপত্তা ও ইভটিজিং বিষয়ক সচেতনতা” মুলক কর্মশালা

মোঃ সালাউদ্দিন, বিশেষ প্রতিনিধ: / ২৪১ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

 

মোঃ সালাউদ্দিন:- “সচেতন রই — সাইবার স্মার্ট হই” স্লোগানকে প্রতিপাদ্য করে পুনাকের আয়োজনে খাগড়াছড়ি জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন পিপিএম (ক্রাইম এন্ড অপস্) এর সঞ্চালনায় দিনব্যাপী সাইবার ক্রাইম ও ইভটিজিং বিষয়ক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়।

০১ (ফেব্রুয়ারি)এ অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) ।

এসময় স্কুলগামী শিক্ষার্থীদের নিকট হতে পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) তাদের বিভিন্ন সমস্যার কথা শ্রবণ করেন এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেগুলো সমাধানের নির্দেশনা প্রদান করেন।

সাইবার নিরাপত্তা ও ইভটিজিং বিষয়ক বিভিন্ন সমস্যার সতর্কতামূলক নির্দেশনা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, “আমার কোনো মেয়ে নেই, আজ থেকে এই বিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী পুলিশ সুপারের মেয়ে”।

তিনি সকল শিক্ষার্থীদেরকে পুলিশ সুপারের মেয়ে পরিচয় দিতে আহ্বান করেন।

এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সম্মানীত শিক্ষকদের উদ্দেশ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন সতর্কতামূলক দিকনির্দেশনা প্রদান করেন এবং মাধ্যমিক লেভেলের শিক্ষার্থীদের ফেসবুক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতন করে তাদেরকে ফেসবুক ব্যবহারের প্রতি নিরুৎসাহিত করেন।

সেই সঙ্গে শিক্ষক ও অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি বিশেষ নজর রাখার জন্য আহ্বান করেন।

তিনি আরও বলেন, “আমার মেয়েদের কেউ হয়রানি করলে, ইভটিজিং বা উত্যক্ত করলে কাউকে ছাড় দেওয়া হবেনা।

তাদের বিরুদ্ধে আমাদের দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশ্নোত্তর পর্বে প্রাপ্ত অভিযোগের বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন।

তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থী, অভিভাবক ও সম্মানীত শিক্ষকদের মাঝে জেলার সকল থানার গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বার প্রদান করেন এবং বাংলাদেশ পুলিশের জরুরী সেবা—৯৯৯ এ জরুরী প্রয়োজনে কল করার জন্য গুরুত্বারোপ করেন এবং সকল থানা এলাকায় স্কুল/কলেজ শুরু ও শেষের সময় নিয়মিত টহল ডিউটি বৃদ্ধির নির্দেশ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ