ইব্রাহীম বাঘাইছড়ি প্রতিনিধি :-
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-মাঝিপাড়া সীমান্ত সড়কের মিলনপুর এলাকায় পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক-হেলপারসহ ৩ জন গুরুতর আহত।
শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে বিজিবি’র সহায়তায় আহতদের উদ্ধার করে এম্বুলেন্স যোগে আশংকাজনক অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- চালক মো: নাজিম উদ্দীন (৩৪), সহকারী সুমন চাকমা (৩০), সুভল চাকমা (২৩)।
বাঘাইছড়ি ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ নুরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় চালক ও হেলপার গুরুতর আহত হয়ে বাঘাইছড়ি সদর হাসপাতালে আনলে অবস্থা অবনতি হলে, খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।