দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ পার্বত্য খাগাড়ছড়ি সংসদীয় আসনের মাটিরাঙ্গা উপজেলায় ভোট গ্রহনের লক্ষ্যে ১৫ ভোট কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে এসব ব্যালট পেপার পৌছে দেয়া হয়।
রোববার (৭ জানুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে মাটিরাঙা উপজেলা সদর থেকে ব্যালট বিতরণ শুরু করে।
বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং অফিসার ও মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, এর আগে শনিবার (৬ জানুয়ারি) এসব কেন্দ্রে ভোটগ্রহণে স্বচ্ছ ব্যালটবক্স, সিলসহ বিভিন্ন উপকরণ নিয়ে কেন্দ্রে পৌছেছেন দায়িত্ব প্রাপ্ত ভোটগ্রহনকারী কর্মকর্তা।
তিনি বলেন, ভোটের আগের দিন শনিবার উপজেলার দুর্গম ১৭টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামসহ ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ পার্বত্য খাগাড়ছড়ি সংসদীয় আসনে সরকারী দল আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা (নৌকা প্রতীক) ছাড়াও ভোটের মাঠে প্রতিদ্বন্ধিতায় রয়েছেন জাতীয় পার্টির মিথিলা রোয়াজা (লাঙ্গল প্রতীক), তৃনমুল বিএনপির উশ্যেপ্রু মারমা (সোনালী আঁশ) ও ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি‘র মো. মোস্তফা (আম প্রতীক)।
মাটিরাঙ্গা উপজেলায় ৩২টি ভোট কেন্দ্রে ৮৮ হাজার ৭শ ৬০ জন ভোটার তাদের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে নারী ভোটার ৪৩হাজার ৬‘শ ৭ জন ও পুরুষ ভোটার ৪৫হাজার ১‘শ ৫৩ জন।
##