আবুল হাসান কোটচাঁদপুর ঝিনাইদহ
শিক্ষা আমার অধিকার,বিনামূল্যে বই বিতরণ করছে সরকার,শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ এরই আলোকে শিশু শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল ছাত্র ছাত্রীদের হাতে ১লা জানুয়ারী নতুন বই তুলে দিয়ে জাতীয় বই উৎসব পালণ করে থাকে সমগ্র বাংলাদেশ।
তারই আলোকে উপজেলার কুশনা ইউনিয়ন ক্লাস্টারের তালসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল ছাত্র ছাত্রীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
সোমবার (১লা জানুয়ারী )সকাল ১১ টার সময় বিদ্যালয়ের সভাপতি মোঃ মাসুম রেজা,র সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম রসুল স্বপনের সার্বিক তত্বাবধানে সহকারী শিক্ষক মোঃ তবিবুর রহমানের সঞ্চালনায় বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নতুন বই হাতে পেয়ে বিভিন্ন ভঙ্গিতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক গন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরে সর্বপ্রথম আমি শ্রদ্ধাজ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে।যিনি এই যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে গোটা বাংলাদেশ কে নিরক্ষরতা মুক্ত করতে অক্লান্ত পরিশ্রম করছেন। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসব মুখর পরিবেশ দেখতে পাওয়া যায়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক কুশনা ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মহিউদ্দিন,বিদ্যালয়ের জমিদাতা সদস্য মোঃ নজরুল ইসলাম ৫নং ওয়ার্ড সদস্য মোঃ জাহিদুল ইসলাম পিটিএ কমিটির সদস্য উজ্বল বিশ্বাস,শিক্ষক মোঃ মহাসিন আলী, শিক্ষিকা শ্রীমতি সুচরিতা রানী মোছাঃ জেসমিন আরা,মোছাঃ ফাহমিনা আক্তার,মোছাঃ তানিয়া খাতুন,মোছাঃ সালমা খাতুন,মোছাঃ, স্বপ্না খাতুন সহ অত্র বিদ্যালয়ের অভিভাবক ছাত্র ছাত্রী, সহ গণমাধ্যম কর্মী গন।