আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় এবতেদায়ী,দাখিল ও মাধ্যমিক পর্যায়ের শতাধিক প্রতিষ্ঠানে উৎসবমূখর পরিবেশে ২০২৪ সালের নতুন পাঠ্য বই বিতরণ করা হয়েছে। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিশুরা। বই উৎসবকে ঘিরে সকল প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে পৃথক পৃথক ভাবে জমকালো অনুষ্ঠানে শিক্ষাবর্ষের প্রথম দিনে বই বিতরণ করেন। আর বই বিতরণ উৎসবে প্রশাসনিক কর্মকর্তা,জনপ্রতিনিধি ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সোমবার সকাল ১০ টায় রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীনা নাছরিন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী উপস্থিত ছিলেন। এর পর ধারাবাহিকভাবে তিনটহরী উচ্চ বিদ্যালয়, বড়ডলু উচ্চ বিদ্যালয়, গিরিকলি কিন্ডারগার্টেন এন্ড পাবলিক স্কুল, রাজবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, গচ্ছাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, যোগ্যাছোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিকছড়ি ইসলামিয়া দাখিল মাদরাসা, দক্ষিণ চেঙ্গুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা, মানিকছড়ি বালিকা বিদ্যালয় , মাতৃছায়া কিন্ডারগার্টেন এন্ড পাবলিক স্কুল, বড়ডলু কঞ্জুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমারী বড়টিলা আবদুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিকছড়ি ইংলিশ স্কুল, গাড়ীটানা উচ্চ বিদ্যালয়, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়, ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়, বাটনাতলী উচ্চ বিদ্যালয়সহ শতাধিক বিদ্যালয়ে শিশু, কিশোর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিরা।
এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার, মো. মাঈন উদ্দীন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, মো. আবদুর রহিম, মো. আবুল কালাম আজাদ, মো. আবদুল মতিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার চৌধুরীসহ প্রতিষ্ঠান প্রধানেরা উপস্থিত ছিলেন।