• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
বেড়াতে আসুন রূপের রাণী বান্দরবানে লামায় কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণ ইতিহাদ এর উদ্যোগে লামায় জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত সরকারি পুকুরে মাছ শিকারের অভিযোগে লক্ষ টাকা জরিমানা করল উপজেলা প্রশাসন আগামীকাল শনিবার কাপ্তাইয়ে অনুষ্ঠিত হবে জোন কমাণ্ডার’স স্কলারশিপ: অংশ নিচ্ছেন ৫১২ জন শিক্ষার্থী খাগড়াছড়ি প্রেসক্লাব’র অন্তবর্তীকালীন কমিটির সাধারণ সভা ও পার্বত্যাঞ্চলের গুণী সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠিত নদীর পাড়ে তামাক চাষ বন্ধে বিএটিবি’র কৃষক সমাবেশ আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে মানিকছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বই ও শিক্ষা উপকরণ উপহার প্রদান চাঁদার টাকা না দিলে হামলা বেপরোয়া হয়ে উঠেছে -সন্ত্রাসী রকি গ্রুপ ১ যুগ পর মহালছড়ি গণতান্তিক উপায়ে বাজার ব্যবসায়ী কমিটি গঠন ওলামা বাজার মাদ্রাসার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মাদ্রাসা কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন

রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্মহীনদের মাঝে দীপংকর তালুকদার এমপি’র ত্রান বিতরণ

রাঙ্গামাটি প্রতিনিধি: / ৫০০ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রায় ৯শত কর্মহীন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি সাংসদ দীপংকর তালুকদার এমপি।
সোমবার ( ১৯ জুলাই) সকালে প্রথমে তিনি ৪নং কাপ্তাই ইউনিয়নে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর সরকারের দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয় হতে প্রাপ্ত মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে দেওয়া ৩ শত ৩০ জনের মাঝে পরিবার প্রতি ১০ কেজি চাল বিতরণ করেন।
এরপর তিনি উপজেলা সদর বড়ইছড়িতে আরোও ২শত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন।
১নং চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হোসেনের উদ্যোগে এই ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।
বিতরণকৃত ত্রান সামগ্রীর মধ্যে ছিলো, প্রতি প্যাকেটে চাল ৮ কেজি, পেঁয়াজ ১ কেজি, আলু ২ কেজি, মসুর ডাল আধা কেজি, তেল আধা কেজি এবং লবন আধা কেজি।
সর্বশেষে এমপি ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদে ঈদ উল আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর সিএনজি চালকসহ আরোও ৩ শত ৩০ জনের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে দেওয়া পরিবার ১০ কেজি করে চাল বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সদস্য দীপ্তিময় তালুকদার উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলীল, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বেবী, ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, কেপিএম সিবিএ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হোসেনসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ